খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মান এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা আগমনের অনুমতি চাওয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জার্মানিতে প্রস্তুত করা একটি এয়ার অ্যাম্বুলেন্সকে ঢাকায় আনার অনুমতি চাওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) উড়োজাহাজটি ঢাকায় পৌঁছানোর পরিকল্পনার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অনুমতির আবেদন করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানায়, আবেদনটি প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব অনুমোদন এবং প্রস্তুতি সম্পন্ন হলে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে।
এর আগে কাতার সরকারের উদ্যোগে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে সেটি আর ঢাকা আসতে পারেনি। ফলে দেশটির উদ্যোগে বিকল্প হিসেবে জার্মানি থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যা ছাড়াও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন।




















