ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমান হাদির ওপর হা*ম*লা*য় উদ্বেগ জানিয়ে স্বজনকে প্রধান উপদেষ্টার ফোন Logo ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান Logo ২০২৬ বিশ্বকাপ টিকিটের মূল্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র অসন্তোষ Logo এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হলেন ওসমান হাদি Logo হাদির জনসংযোগে দেখা গেল মোটরসাইকেলে গুলি ছোড়া দুই ব্যক্তি Logo ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড Logo সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন Logo ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে Logo ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি

আবু সাঈদ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহর সাক্ষ্যগ্রহণ শুরু ট্রাইব্যুনালে

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিতে শুরু করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই কার্যক্রম গ্রহণ করে। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগের ধাপে ট্রাইব্যুনাল মামলার ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে—হাসনাত আবদুল্লাহর সাক্ষ্য শেষ হলে তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালে তার বক্তব্য দেবেন। তদন্ত কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়েই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার কথা। মামলার মোট ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন কারাগারে রয়েছেন এবং তাদের আদালতে হাজির করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল-১ এ আওয়ামী লীগ সরকারের আমলে জেআইসি সেলে ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এই মামলায় গ্রেফতার তিন সেনা কর্মকর্তাকে আদালতে উপস্থিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষ গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৩৩ বার পড়া হয়েছে

আবু সাঈদ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহর সাক্ষ্যগ্রহণ শুরু ট্রাইব্যুনালে

আপডেট সময় ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিতে শুরু করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই কার্যক্রম গ্রহণ করে। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগের ধাপে ট্রাইব্যুনাল মামলার ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে—হাসনাত আবদুল্লাহর সাক্ষ্য শেষ হলে তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালে তার বক্তব্য দেবেন। তদন্ত কর্মকর্তার জবানবন্দির মধ্য দিয়েই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার কথা। মামলার মোট ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন কারাগারে রয়েছেন এবং তাদের আদালতে হাজির করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল-১ এ আওয়ামী লীগ সরকারের আমলে জেআইসি সেলে ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এই মামলায় গ্রেফতার তিন সেনা কর্মকর্তাকে আদালতে উপস্থিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষ গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করেছে।