ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি Logo হাদির ওপর হামলার প্রভাব পড়বে না নির্বাচনে, নির্ধারিত সময়েই ভোট: ইসি সদস্য Logo জার্মানির এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত থাকার অভিযোগ Logo মেসি উন্মাদনায় অস্থির যুবভারতী, বিশৃঙ্খলার মুখে ২০ মিনিটেই মাঠ ছাড়লেন মহাতারকা

মেক্সিকোকে অতিরিক্ত ৫% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

পানিবণ্টন চুক্তি মানছে না—এ অভিযোগ তুলে মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক বসানোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছরে রিও গ্র্যান্ডে নদী থেকে যুক্তরাষ্ট্রকে ১.৭ মিলিয়ন একর-ফুট পানি সরবরাহ করার কথা মেক্সিকোর। তবে ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন, মেক্সিকোকে ৩১ ডিসেম্বরের মধ্যেই ২ লাখ একর-ফুট পানি ছাড়তে হবে। পাশাপাশি চুক্তিতে বাকি যে পানির কথা বলা আছে, সেটিও দ্রুত সরবরাহ করতে হবে।

এ বিষয়ে এখনো মেক্সিকোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প তার পোস্টে মার্কিন কৃষকদের প্রতি ‘অন্যায্য আচরণ’ হচ্ছে বলেও অভিযোগ তোলেন। এর আগে সপ্তাহের শুরুতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের সঙ্গে এক বৈঠকেও বসেছিলেন তিনি।

ট্রাম্পের দাবি, টেক্সাসে পানির সংকটের কারণে ফসল ও পশুপালনে বড় ধরনের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ‘মেক্সিকোর নীরবতা আমাদের কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর।’

অন্যদিকে, মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমির কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করেননি। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ব্রুক রোলিনস জানিয়েছিলেন, মেক্সিকো টেক্সাসে পানির সরবরাহ বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে। মেক্সিকোর ব্যাখ্যা, দেশটি এখন ভয়াবহ খরার পরিস্থিতির মধ্যে রয়েছে, যার কারণে পানি ছাড়ার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৩০ বার পড়া হয়েছে

মেক্সিকোকে অতিরিক্ত ৫% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় ০২:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

পানিবণ্টন চুক্তি মানছে না—এ অভিযোগ তুলে মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক বসানোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

চুক্তি অনুযায়ী, প্রতি পাঁচ বছরে রিও গ্র্যান্ডে নদী থেকে যুক্তরাষ্ট্রকে ১.৭ মিলিয়ন একর-ফুট পানি সরবরাহ করার কথা মেক্সিকোর। তবে ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন, মেক্সিকোকে ৩১ ডিসেম্বরের মধ্যেই ২ লাখ একর-ফুট পানি ছাড়তে হবে। পাশাপাশি চুক্তিতে বাকি যে পানির কথা বলা আছে, সেটিও দ্রুত সরবরাহ করতে হবে।

এ বিষয়ে এখনো মেক্সিকোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প তার পোস্টে মার্কিন কৃষকদের প্রতি ‘অন্যায্য আচরণ’ হচ্ছে বলেও অভিযোগ তোলেন। এর আগে সপ্তাহের শুরুতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের সঙ্গে এক বৈঠকেও বসেছিলেন তিনি।

ট্রাম্পের দাবি, টেক্সাসে পানির সংকটের কারণে ফসল ও পশুপালনে বড় ধরনের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ‘মেক্সিকোর নীরবতা আমাদের কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর।’

অন্যদিকে, মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনোমির কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করেননি। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ব্রুক রোলিনস জানিয়েছিলেন, মেক্সিকো টেক্সাসে পানির সরবরাহ বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে। মেক্সিকোর ব্যাখ্যা, দেশটি এখন ভয়াবহ খরার পরিস্থিতির মধ্যে রয়েছে, যার কারণে পানি ছাড়ার সক্ষমতা সীমিত হয়ে পড়েছে।