ব্রেকিং নিউজ :
ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে হাজির হয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাদিক কায়েম অভিযোগ করেন, ছাত্র আন্দোলনের সময় তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তার নির্দেশেই ছাত্রদের ওপর গুলি ছোড়া হয় এবং হাতবোমা নিক্ষেপ করা হয় বলে তিনি দাবি করেন।
এছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে গেলে ছাত্রলীগ–যুবলীগ বাধা দেয় বলেও তিনি অভিযোগ করেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র আন্দোলন ডাকসু ঢাবি মাকসুদ কামাল সাদিক কায়েম



















