ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল

রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা

নিজস্ব সংবাদ :

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির কেন্দ্রীয় চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বিসিসিআইয়ের আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। দু’জনই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন কেবল ওয়ানডে খেলছেন।

 

২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে তারা এ+ ক্যাটাগরিতে ছিলেন। তবে গত জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা টি-টোয়েন্টি ছাড়েন এবং বর্তমানে টেস্টও খেলছেন না। ফলে নতুন মৌসুমে তাদের শীর্ষ ক্যাটাগরিতে থাকার সম্ভাবনা কমে গেছে।

 

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআইয়ের ৩২তম এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর, যেখানে কোহলি ও রোহিতের চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে। চলতি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য চুক্তিতে তারা এখনো এ+ ক্যাটাগরিতেই থাকলেও, কেবল ওয়ানডে খেলার কারণে তাদের গ্রেড নেমে গিয়ে ‘এ’ ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

 

এক ধাপ নেমে গেলে দু’জনের বার্ষিক আয় কমে যাবে প্রায় ২ কোটি রুপি। বর্তমানে তাদের বেতন ৭ কোটি রুপি।

 

এদিকে, রোহিত-কোহলির ক্যারিয়ারের এই পর্যায়ে নতুনভাবে এ+ ক্যাটাগরিতে উঠতে পারেন ভারতের বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। এছাড়া অলরাউন্ডার রভীন্দ্র জাদেজা এবং পেসার জাসপ্রিত বুমরাহও থাকবেন এই শীর্ষ গ্রুপে। গিল আগে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
১৮ বার পড়া হয়েছে

রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা

আপডেট সময় ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির কেন্দ্রীয় চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বিসিসিআইয়ের আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। দু’জনই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন কেবল ওয়ানডে খেলছেন।

 

২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে তারা এ+ ক্যাটাগরিতে ছিলেন। তবে গত জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা টি-টোয়েন্টি ছাড়েন এবং বর্তমানে টেস্টও খেলছেন না। ফলে নতুন মৌসুমে তাদের শীর্ষ ক্যাটাগরিতে থাকার সম্ভাবনা কমে গেছে।

 

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআইয়ের ৩২তম এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর, যেখানে কোহলি ও রোহিতের চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে। চলতি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য চুক্তিতে তারা এখনো এ+ ক্যাটাগরিতেই থাকলেও, কেবল ওয়ানডে খেলার কারণে তাদের গ্রেড নেমে গিয়ে ‘এ’ ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

 

এক ধাপ নেমে গেলে দু’জনের বার্ষিক আয় কমে যাবে প্রায় ২ কোটি রুপি। বর্তমানে তাদের বেতন ৭ কোটি রুপি।

 

এদিকে, রোহিত-কোহলির ক্যারিয়ারের এই পর্যায়ে নতুনভাবে এ+ ক্যাটাগরিতে উঠতে পারেন ভারতের বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। এছাড়া অলরাউন্ডার রভীন্দ্র জাদেজা এবং পেসার জাসপ্রিত বুমরাহও থাকবেন এই শীর্ষ গ্রুপে। গিল আগে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।