ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২০২৬ বিশ্বকাপ টিকিটের মূল্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র অসন্তোষ Logo এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হলেন ওসমান হাদি Logo হাদির জনসংযোগে দেখা গেল মোটরসাইকেলে গুলি ছোড়া দুই ব্যক্তি Logo ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড Logo সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন Logo ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে Logo ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই

হাদির জনসংযোগে দেখা গেল মোটরসাইকেলে গুলি ছোড়া দুই ব্যক্তি

নিজস্ব সংবাদ :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর মোটরসাইকেল থেকে গুলি চালানো দুই ব্যক্তি দুপুরে তার সঙ্গেই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুলিশের সরবরাহ করা সিসিটিভি ভিডিও এবং হাদির জনসংযোগ দলের দেওয়া দুটি ছবির তুলনা করে ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মতিঝিলের ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় মাস্ক পরা অবস্থায় ওই দুই ব্যক্তি হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেন। পরবর্তীতে দেখা যায়, গুলিবর্ষণকারী দুই মোটরসাইকেল আরোহীর পরিধেয় পোশাক ওই দুই ব্যক্তির সঙ্গে পুরোপুরি মিলে যায়।

এদের একজন কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি রঙের প্যান্ট পরা ছিলেন। অন্যজনের পরনে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে সানগ্লাস এবং পায়ে চামড়ার রঙের জুতা।

জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, তার মাথার ভেতরে থাকা গুলির কারণে চিকিৎসকরা তাকে জরুরি সার্জারিতে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
১১ বার পড়া হয়েছে

হাদির জনসংযোগে দেখা গেল মোটরসাইকেলে গুলি ছোড়া দুই ব্যক্তি

আপডেট সময় ০৭:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর মোটরসাইকেল থেকে গুলি চালানো দুই ব্যক্তি দুপুরে তার সঙ্গেই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুলিশের সরবরাহ করা সিসিটিভি ভিডিও এবং হাদির জনসংযোগ দলের দেওয়া দুটি ছবির তুলনা করে ডিজিটাল অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মতিঝিলের ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় মাস্ক পরা অবস্থায় ওই দুই ব্যক্তি হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেন। পরবর্তীতে দেখা যায়, গুলিবর্ষণকারী দুই মোটরসাইকেল আরোহীর পরিধেয় পোশাক ওই দুই ব্যক্তির সঙ্গে পুরোপুরি মিলে যায়।

এদের একজন কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি রঙের প্যান্ট পরা ছিলেন। অন্যজনের পরনে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে সানগ্লাস এবং পায়ে চামড়ার রঙের জুতা।

জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, তার মাথার ভেতরে থাকা গুলির কারণে চিকিৎসকরা তাকে জরুরি সার্জারিতে নিয়েছেন।