ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সংকট, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকদের মতে, তার ক্ষেত্রে পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।
বিভিন্ন সূত্রের মাধ্যমে যমুনা টেলিভিশন হাদির শারীরিক অবস্থার খোঁজ নেয়। জানা যায়, এ ধরনের জটিল রোগীর ক্ষেত্রে এই সময়ের চিকিৎসা শরীর কীভাবে সাড়া দেয়, সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শুক্রবার সকালে তাকে পরীক্ষা করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থা এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। একই তথ্য চিকিৎসকরা হাদির ভাইকেও জানিয়েছেন।
হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও বক্তব্য দেন। তিনিও জানান, পরিস্থিতি এখনো সংকটপূর্ণ এবং সবার কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চান।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।




















