গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় গুরুত্বপূর্ণ নতুন তথ্য প্রকাশ করেছে অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। তাদের দাবি অনুযায়ী, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে শনাক্ত করা সম্ভব হয়েছে। ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন, যার ফেসবুক আইডি ‘মোহাম্মদ আলমগীর শেখ’ নামে পরিচালিত।
দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী, আলমগীর হোসেন নিয়মিতভাবে তার ফেসবুক পোস্টের জিওট্যাগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম ব্যবহার করতেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি এবং ওসমান হাদীর গণসংযোগ কার্যক্রমে তোলা ছবি তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়।
সংস্থাটি জানায়, গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় অনুষ্ঠিত হাদীর নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সেখানে তোলা ছবিতে তার চেহারা স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল এলাকায় হাদীর গণসংযোগ কর্মসূচিতেও কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এক ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়।
পরবর্তীতে ওই দিনই নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। দ্য ডিসেন্টের বিশ্লেষণ অনুযায়ী, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা এক ব্যক্তি, যার শারীরিক গড়ন, উচ্চতা, গায়ের রং, চুলের কাটিং এবং অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে আলমগীর হোসেনের মিল পাওয়া গেছে।
দ্য ডিসেন্ট আরও জানায়, আলমগীর হোসেনের সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কিছু তথ্যও তারা পেয়েছে, যা যাচাই-বাছাই শেষে পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র : দ্য ডিসেন্ট




















