টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের এলেঙ্গা কলেজ রোড এলাকার মালেক এন্টারপ্রাইজে ভেজাল জিরা বিক্রির অভিযোগে ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বারেক মিয়া।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত একটি অভিযানে এই জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা দেখতে পান, আমদানিকৃত ভারতীয় ও মিশরীয় জিরার সঙ্গে দেশের বিভিন্ন জেলার নিম্নমানের জিরা মিশিয়ে ‘নতুন ডায়মন্ড জিরা’ নাম দিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হচ্ছিল।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।




















