ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শরিফ ওসমান হাদি, অবস্থা গুরুতর—প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী Logo নতুন কাঠামো ও বাড়তি দল নিয়ে ২০২৬ সালে মাঠে গড়াচ্ছে পিএসএলের ১১তম আসর Logo ক্যারির শতকে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া, অ্যাডিলেড টেস্টের প্রথম দিন শেষ ৩২৬ রানে Logo নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারত Logo ভোলায় বিজয় র‍্যালিকে ঘিরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫ Logo দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব, কূটনৈতিক উদ্বেগ জানাল ভারত Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা

নিজস্ব সংবাদ :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

মোস্তাফিজকে দলে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়ে কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে ফেসবুকে তাকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছে। প্রথম পোস্টে ‘মোস্তাফিজুরের সুইং—এখন ইডেনে’ লিখে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। শেষ পোস্টে তুলে ধরা হয় তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের উল্লেখযোগ্য পরিসংখ্যান।

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ মানেই দেশের দর্শকদের বাড়তি আগ্রহ। গত কয়েক মৌসুমে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা গেছে। এর আগে কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব, আর এবারই প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হলেন মোস্তাফিজ। কেকেআরের ফেসবুক পেজে চোখ রাখলেই বোঝা যায়—শুধু দল নয়, দর্শকরাও ফিজকে নিয়ে প্রশংসায় মেতেছেন।

আইপিএল নিলামে এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছিলেন মোস্তাফিজই, তবে এবারের অঙ্কটি সব রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৮ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন ২ কোটি ২০ লাখ রুপিতে। আর ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল ৬ লাখ ডলারে।

আইপিএলে এখন পর্যন্ত আটটি মৌসুমে অংশ নিয়ে মোস্তাফিজ ৬০ ম্যাচে শিকার করেছেন ৬৫টি উইকেট, যা তার অভিজ্ঞতা ও কার্যকারিতারই প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৩৫ বার পড়া হয়েছে

আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা

আপডেট সময় ১০:০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

মোস্তাফিজকে দলে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়ে কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে ফেসবুকে তাকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছে। প্রথম পোস্টে ‘মোস্তাফিজুরের সুইং—এখন ইডেনে’ লিখে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। শেষ পোস্টে তুলে ধরা হয় তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের উল্লেখযোগ্য পরিসংখ্যান।

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ মানেই দেশের দর্শকদের বাড়তি আগ্রহ। গত কয়েক মৌসুমে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা গেছে। এর আগে কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব, আর এবারই প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হলেন মোস্তাফিজ। কেকেআরের ফেসবুক পেজে চোখ রাখলেই বোঝা যায়—শুধু দল নয়, দর্শকরাও ফিজকে নিয়ে প্রশংসায় মেতেছেন।

আইপিএল নিলামে এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছিলেন মোস্তাফিজই, তবে এবারের অঙ্কটি সব রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৮ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন ২ কোটি ২০ লাখ রুপিতে। আর ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল ৬ লাখ ডলারে।

আইপিএলে এখন পর্যন্ত আটটি মৌসুমে অংশ নিয়ে মোস্তাফিজ ৬০ ম্যাচে শিকার করেছেন ৬৫টি উইকেট, যা তার অভিজ্ঞতা ও কার্যকারিতারই প্রমাণ।