সিইসির সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক সম্পন্ন, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের বৈঠক শেষ হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানরা ইসি কার্যালয় ত্যাগ করেন।
এর আগে দুপুর ১২টার কিছু সময় আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হন। সেখানে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম পর্যায়ে নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনী প্রধানদের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরুর কথা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেবেন।
বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর উদ্যোগ, সন্ত্রাসী তৎপরতা দমন এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।






















