ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মস্কোয় গাড়িতে বিস্ফোরণ, রুশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত Logo হাইডেনহামকে উড়িয়ে দিয়ে বুন্দেসলিগার শীর্ষে আরও শক্ত অবস্থান বায়ার্নের Logo স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা বাড়ল দাম Logo বাউফলে মাহেন্দ্রাট্রলির দুর্ঘটনায় চার বছরের শিশুর প্রাণহানি Logo গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ৯ জন আটক Logo ভারতে বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক শ্রমিকের Logo ঐক্যের আহ্বান তারেক রহমানের, দেশের শান্তি ও অগ্রগতিকে একমাত্র লক্ষ্য করার তাগিদ Logo হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই, জানাল আইনশৃঙ্খলা বাহিনী Logo বাংলাদেশে ১৪৪৭ হিজরি রজব মাসের চাঁদ দেখা গেছে Logo রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ৯ জন আটক

নিজস্ব সংবাদ :

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটকদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও দুইজনকে আটক করা হয়েছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রেস উইং জানায়, সাম্প্রতিক এসব হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকেও ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

গ্রেফতার কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। মো. সাইদুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা। শেরপুর জেলার রাকিব হোসেনকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় ভূমিকার জন্য ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ঘটনাস্থলের ধ্বংসস্তূপের ছবি ও উসকানিমূলক পোস্ট পাওয়া গেছে।

ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি মোট এক লাখ ২৩ হাজার টাকা লুটের কথা স্বীকার করেন। ওই অর্থ দিয়ে কেনা একটি টিভি ও একটি ফ্রিজ মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে আটক মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেফতার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে। অন্য গ্রেফতারদের জিজ্ঞাসাবাদও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৬ বার পড়া হয়েছে

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ৯ জন আটক

আপডেট সময় ১১:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটকদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও দুইজনকে আটক করা হয়েছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রেস উইং জানায়, সাম্প্রতিক এসব হামলার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকেও ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

গ্রেফতার কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদরাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। মো. সাইদুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা। শেরপুর জেলার রাকিব হোসেনকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় ভূমিকার জন্য ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ঘটনাস্থলের ধ্বংসস্তূপের ছবি ও উসকানিমূলক পোস্ট পাওয়া গেছে।

ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি মোট এক লাখ ২৩ হাজার টাকা লুটের কথা স্বীকার করেন। ওই অর্থ দিয়ে কেনা একটি টিভি ও একটি ফ্রিজ মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে আটক মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেফতার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে। অন্য গ্রেফতারদের জিজ্ঞাসাবাদও চলমান রয়েছে।