ব্রেকিং নিউজ :
বাউফলে মাহেন্দ্রাট্রলির দুর্ঘটনায় চার বছরের শিশুর প্রাণহানি
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি অবৈধ মাহেন্দ্রাট্রলির ধাক্কায় হাফসা ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খান ও জেবিনা আক্তারের কন্যা।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কালিশুরি স্লোব হাসপাতালের সামনে সড়কে ইটবোঝাই একটি মাহেন্দ্রাট্রলি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা মীম ব্রিক ফিল্ড থেকে মাহেন্দ্রাট্রলির চালক রফিক ও তার সহযোগী রিফাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, সংশ্লিষ্ট মাহেন্দ্রাট্রলিটি মীম ব্রিক ফিল্ডের মালামাল পরিবহনে ব্যবহৃত হতো।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আইনগত ব্যবস্থা পটুয়াখালী বাউফল মাহেন্দ্রাট্রলি শিশুর মৃত্যু সড়ক দুর্ঘটনা




















