সিলেটে পুলিশ সদস্যের কলেজপড়ুয়া মেয়ের অকাল মৃত্যু, তদন্তে পুলিশ
সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির একটি বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেরিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য নবী উদ্দিনের মেয়ে এবং নগরের অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, জেরিন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করছেন পুলিশ সদস্যরা। এ সময় বাসার ভেতরে নিহত কিশোরীর বাবা-মাসহ স্বজনদের আহাজারি করতে দেখা যায়। শোকাহত থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।




















