ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সশস্ত্র অপহরণ: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ংকর দৃশ্য Logo ৩ জানুয়ারি রাজধানীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ Logo নির্বাচন বিষয়ে মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ Logo ক্লাব মালিকানা নিয়ে মাঠে ফেরার পরিকল্পনায় দানি আলভেস Logo নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে বাংলাদেশের দুই মিশনের কনসুলার ও ভিসা সেবা বন্ধ Logo সিলেটে পুলিশ সদস্যের কলেজপড়ুয়া মেয়ের অকাল মৃত্যু, তদন্তে পুলিশ Logo ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ জমার তাগিদ ধর্ম মন্ত্রণালয়ের Logo মস্কোয় গাড়িতে বিস্ফোরণ, রুশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত Logo হাইডেনহামকে উড়িয়ে দিয়ে বুন্দেসলিগার শীর্ষে আরও শক্ত অবস্থান বায়ার্নের Logo স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা বাড়ল দাম

নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে বাংলাদেশের দুই মিশনের কনসুলার ও ভিসা সেবা বন্ধ

নিজস্ব সংবাদ :

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ক্ষেত্রেও।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জানা যায়, দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি নোটিশ টানিয়ে কনসুলার ও ভিসা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দুই মিশনে সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।
এর আগে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট ধরে চলা ওই কর্মসূচিতে তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে অভিযোগ উঠে।
এই ঘটনার পর থেকে হাইকমিশনারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বিষয়টি তুলে ধরেন।
এদিকে, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনেও বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে বিক্ষোভ হয়। পরিস্থিতি বিবেচনায় ওই সময় ভিসা সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করে।
চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকা ও দিল্লির সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
১১ বার পড়া হয়েছে

নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে বাংলাদেশের দুই মিশনের কনসুলার ও ভিসা সেবা বন্ধ

আপডেট সময় ০৯:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ক্ষেত্রেও।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জানা যায়, দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি নোটিশ টানিয়ে কনসুলার ও ভিসা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দুই মিশনে সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।
এর আগে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট ধরে চলা ওই কর্মসূচিতে তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে অভিযোগ উঠে।
এই ঘটনার পর থেকে হাইকমিশনারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বিষয়টি তুলে ধরেন।
এদিকে, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনেও বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে বিক্ষোভ হয়। পরিস্থিতি বিবেচনায় ওই সময় ভিসা সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করে।
চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকা ও দিল্লির সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।