ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সশস্ত্র অপহরণ: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ংকর দৃশ্য Logo ৩ জানুয়ারি রাজধানীতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ Logo নির্বাচন বিষয়ে মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ Logo ক্লাব মালিকানা নিয়ে মাঠে ফেরার পরিকল্পনায় দানি আলভেস Logo নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে বাংলাদেশের দুই মিশনের কনসুলার ও ভিসা সেবা বন্ধ Logo সিলেটে পুলিশ সদস্যের কলেজপড়ুয়া মেয়ের অকাল মৃত্যু, তদন্তে পুলিশ Logo ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ জমার তাগিদ ধর্ম মন্ত্রণালয়ের Logo মস্কোয় গাড়িতে বিস্ফোরণ, রুশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত Logo হাইডেনহামকে উড়িয়ে দিয়ে বুন্দেসলিগার শীর্ষে আরও শক্ত অবস্থান বায়ার্নের Logo স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা বাড়ল দাম

নির্বাচন বিষয়ে মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ—এ কথা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলোচনায় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক বিষয়ক অগ্রগতি এবং তরুণ রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গ উঠে আসে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আলোচনায় সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, এই আলোচনার ফলে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক কমে ২০ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি শহীদ ওসমান হাদির জানাজা নিয়েও কথা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসনের অনুসারীরা নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, নির্বাচনের আগে হাতে প্রায় ৫০ দিন সময় রয়েছে এবং সরকার একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চায়।

এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৯ বার পড়া হয়েছে

নির্বাচন বিষয়ে মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

আপডেট সময় ১১:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ—এ কথা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলোচনায় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক বিষয়ক অগ্রগতি এবং তরুণ রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গ উঠে আসে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আলোচনায় সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, এই আলোচনার ফলে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক কমে ২০ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি শহীদ ওসমান হাদির জানাজা নিয়েও কথা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসনের অনুসারীরা নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, নির্বাচনের আগে হাতে প্রায় ৫০ দিন সময় রয়েছে এবং সরকার একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চায়।

এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।