গোশালায় যিশুর জন্মকথাই বড়দিনের চিরন্তন প্রতীক
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঢাকাসহ দেশের নানা প্রান্তের গির্জা ও খ্রিস্টান পরিবারগুলো শেষ মুহূর্তের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে।
বিশ্বাস অনুযায়ী, প্রায় দুই হাজার বছর আগে ফিলিস্তিনের বেথলেহেম নগরে জন্মগ্রহণ করেন যিশু খ্রিস্ট। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা ও শান্তির শিক্ষা দিতেই তাঁর পৃথিবীতে আগমন—এমনটাই মনে করেন খ্রিস্টানরা। সাধারণ এক গোশালায় মা মেরির কোলে যিশুর জন্ম হওয়ার ঘটনাই আজও বড়দিনের প্রধান প্রতীক হিসেবে বিবেচিত। সেই ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হয়ে রঙিন সাজে সেজে উঠেছে চার্চগুলো।
বড়দিনের আগে চার সপ্তাহব্যাপী যে অপেক্ষার সময়, তাকে বলা হয় আগমন কাল। এ সময় উৎসবের প্রস্তুতির পাশাপাশি আত্মশুদ্ধির মধ্য দিয়ে বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
চার্চের বাইরেও ঘরে ঘরে চলছে আনন্দঘন প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রি দিয়ে বাসাবাড়ি সাজানো হয়েছে, সঙ্গে রয়েছে নানা রকম পিঠার আয়োজন। রাজধানীর খ্রিস্টান পরিবারগুলোতে বইছে উৎসবের আবহ।
এদিকে, বড়দিনকে ঘিরে চার্চ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




















