ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তাসনিম জারা বলেন, খিলগাঁও এলাকায় তাঁর জন্ম ও বেড়ে ওঠা, আর সেই এলাকার মানুষ ও দেশের সেবা করার লক্ষ্য নিয়েই তাঁর রাজনীতিতে আসা। তিনি জানান, রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার তিনি আগেই করেছিলেন এবং পরিস্থিতি যাই হোক না কেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এ কারণেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিবৃতিতে তাসনিম জারা উল্লেখ করেন, দলীয় প্রার্থী হলে স্থানীয় কার্যালয়, সংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তাঁর থাকবে না। এমন অবস্থায় এলাকার মানুষের সমর্থনই তাঁর একমাত্র শক্তি বলে তিনি জানান।
তিনি বলেন, সততা, নিষ্ঠা ও নতুন ধরনের রাজনীতি করার অদম্য ইচ্ছার ভিত্তিতে ভোটারদের স্নেহ ও সমর্থন পেলে তবেই তিনি জনগণের সেবা করার সুযোগ পাবেন।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থন প্রয়োজন হবে তাসনিম জারার। তিনি জানান, আগামীকাল রোববার (২৭ ডিসেম্বর) থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। এ জন্য তিনি ভোটারদের সহযোগিতাও কামনা করেছেন।
বিস্তারিত আসছে…






















