ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোটে জয়ী হলে ঠাকুরগাঁওয়ের সার্বিক অগ্রগতিতে জোর দেবো: মির্জা ফখরুল Logo কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে বাধা, আহত কয়েকজন ব্যবসায়ী Logo গাইবান্ধায় পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা সহ তিনজন আটক Logo  সীমান্ত জটিলতা নিরসনে কৌশলগত পদক্ষেপ জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo তীব্র শীতে কাবু দেশ, কাজ সংকটে খেটে খাওয়া মানুষ Logo সিলেট টাইটান্সের জার্সিতে আফগান অলরাউন্ডার ওমরজাই Logo ভোটার হিসেবে নিবন্ধিত হলেন তারেক রহমান Logo ভারতে চাকমা যুবককে ‘চীনা’ বলে অপমান করে হত্যা করার অভিযোগ Logo হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে গেছেন হাদি হত্যার আসামিরা: পুলিশের স্বীকারোক্তি Logo মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনায় দুই সহোদরের প্রাণহানি ঘটেছে

ভোটার হিসেবে নিবন্ধিত হলেন তারেক রহমান

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রায় সতেরো বছর প্রবাস ও রাজনৈতিক নির্ব্বাসন কাটানোর পর দেশে ফিরে ভোটার তালিকায় নাম লেখালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ সংসদীয় এলাকার গুলশান থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় চিকিৎসার কারণে লন্ডনে অবস্থান করায় তারেক রহমানের নাম তালিকাভুক্ত হয়নি। পরবর্তী প্রায় ১৬ বছর রাজনৈতিক বাস্তবতায় তিনি দেশে ফিরতে না পারায় নাগরিক এই প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরে অবশেষে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হলেন।

দীর্ঘ দেড় যুগ পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফেরেন। তার আগমন উপলক্ষে রাজধানী ঢাকায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়, যেখানে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

দেশে ফেরার পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পথে পথে হাজারো নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন এবং বিকেল পৌনে পাঁচটার দিকে জিয়া উদ্যানে পৌঁছান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ জিয়ার কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

পরে সন্ধ্যা পাঁচটার দিকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। পথে জনস্রোতের কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়। রাত দশটার পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১০ বার পড়া হয়েছে

ভোটার হিসেবে নিবন্ধিত হলেন তারেক রহমান

আপডেট সময় ০৪:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ প্রায় সতেরো বছর প্রবাস ও রাজনৈতিক নির্ব্বাসন কাটানোর পর দেশে ফিরে ভোটার তালিকায় নাম লেখালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ সংসদীয় এলাকার গুলশান থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় চিকিৎসার কারণে লন্ডনে অবস্থান করায় তারেক রহমানের নাম তালিকাভুক্ত হয়নি। পরবর্তী প্রায় ১৬ বছর রাজনৈতিক বাস্তবতায় তিনি দেশে ফিরতে না পারায় নাগরিক এই প্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরে অবশেষে তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হলেন।

দীর্ঘ দেড় যুগ পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফেরেন। তার আগমন উপলক্ষে রাজধানী ঢাকায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়, যেখানে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

দেশে ফেরার পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পথে পথে হাজারো নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন এবং বিকেল পৌনে পাঁচটার দিকে জিয়া উদ্যানে পৌঁছান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ জিয়ার কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

পরে সন্ধ্যা পাঁচটার দিকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। পথে জনস্রোতের কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়। রাত দশটার পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।