মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার উদ্দেশে খালেদা জিয়ার মরদেহ বহন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেয়া হচ্ছে। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি একটি গাড়িতে করে গুলশান থেকে রওনা হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর অ্যাভিনিউয়ে তারেক রহমানের বাসভবন থেকে মরদেহবাহী গাড়িবহর বের হয়। এর আগে সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে মরদেহটি গুলশানে আনা হয় এবং পরে তা তারেক রহমানের বাসায় নেয়া হয়। সেখানে পরিবারের সদস্যদের মধ্যে তার কন্যা জাইমা রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার জানাজা আয়োজনের জন্য মানিক মিয়া অ্যাভিনিউ সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের ব্যবস্থা রাখা হচ্ছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, জানাজা শেষে বেলা সাড়ে তিনটার দিকে শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশের অনুমতি দেয়া হবে না এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।












