খালেদা জিয়ার প্রয়াতে শোক প্রকাশ রাজনাথ সিংয়ের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভিজিট করে তিনি শোক বইতে নিজের বার্তা লিখে স্বাক্ষর করেন।
শোকবার্তায় রাজনাথ সিং উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত, এবং এই কঠিন সময়ে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
হাইকমিশনে পৌঁছালে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। এরপর তিনি অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় করেন।
রাজনাথ সিং শোক বইতে স্বাক্ষর করার পরে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবির দিকে তাকিয়ে দু’হাত তুলে শ্রদ্ধা জানান।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে স্মরণ করে হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা শোকবার্তা লিখছেন।
ভারতের শীর্ষ মন্ত্রীর এমন শোক প্রকাশ কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।











