ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা
নির্বাচনী প্রচার শুরুর আগেই ভিন্নধর্মী উদ্যোগে ভোটারদের নজর কাড়ার চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। দেশজুড়ে এমন তৎপরতার মধ্যেই আলোচনায় এসেছেন ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
ঢাকা-১৮ এলাকায় তিনি অফিসিয়াল প্যাডে লেখা একটি চিঠির সঙ্গে আলাদা করে “স্যরি” ও “ধন্যবাদ” বার্তা পৌঁছে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের কাছে। মূলত নির্বাচনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে যেন আবাসিক এলাকার মানুষ কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েই আগাম দুঃখপ্রকাশ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। বিশেষ করে উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসিন্দাদের প্রতি এই বার্তা পৌঁছে দিয়ে নির্বাচিত হওয়ার আগেই জনগণের কাছে নিজের দায়িত্ববোধ ও জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানা। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই আসনটি দেশের ২৭টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের কারণে এখানকার ভোটারদের প্রত্যাশা ও আগ্রহ তুলনামূলকভাবে বেশি। বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী।
বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে অঞ্চলভিত্তিক সমস্যার সমাধান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি।
এই আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদীব।



















