আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলোর শুনানির সপ্তম দিনের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৬ জানুয়ারি) সরকারি ছুটির দিন হলেও আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন ৪৮১ থেকে ৫১০ নম্বর পর্যন্ত আপিল তালিকাভুক্ত ছিল। এর মধ্যে মোট ৪৩টি আপিলের শুনানি সম্পন্ন হয়।
শুনানি শেষে ১৮টি আপিল গ্রহণ করা হয়েছে, ২১টি আবেদন খারিজ করা হয়েছে এবং বাকি ৪টি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়।
























