ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপ-কমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব।

আলোচনায় এনসিপির নেতারা আসন্ন নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেন। তারা জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন ভঙ্গের সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে এবং এবারের নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। তার ভাষায়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন এবং তা অবশ্যই সুষ্ঠু হতে হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, জানুয়ারির মধ্যেই অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থাও থাকবে, যা কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবে প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা ও এর সুফল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
২০ বার পড়া হয়েছে

এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আপডেট সময় ০৭:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপ-কমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব।

আলোচনায় এনসিপির নেতারা আসন্ন নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেন। তারা জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন ভঙ্গের সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে এবং এবারের নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। তার ভাষায়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন এবং তা অবশ্যই সুষ্ঠু হতে হবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, জানুয়ারির মধ্যেই অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থাও থাকবে, যা কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবে প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা ও এর সুফল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।