দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি কেন্দ্রীয়ভাবে কামরুজ্জামান রতনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।
অভিযোগ রয়েছে, মজিবুর রহমান ও সাইদুর রহমান ফকির দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে গণসংযোগসহ বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।


























