ব্রেকিং নিউজ :
রামগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, কার্যক্রম বন্ধ ও ২ লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। এ সময় ইটভাটাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার প্রমাণ পাওয়া গেলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রস্তুতকৃত ইট ধ্বংস করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে ইউএনও কাজী শামীম জানান, পরিবেশবিরোধী ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।
প্রসঙ্গত, এর আগেও গত ডিসেম্বর মাসে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় একাধিক ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছিল।


























