ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ছাত্রদল নেতা মোঃ মাহমুদুল আলম ফাবিরের বাসায় হামলা চালায় ফ্যাসিস্ট আখ্যা পাওয়া ছাত্রলীগের কর্মীরা। Logo ব্যারিস্টার সুমনকে চুনারুঘাট থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে Logo শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী Logo ৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা Logo ৮ দফা দাবি নিয়ে রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ Logo ৮ ক্রিকেটারসহ ৯ জনকে বিসিবির নিষেধাজ্ঞা Logo নেতানিয়াহু কী গ্রেফতার হবেন? Logo আইএইএর নিন্দার জবাবে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা ইরানের Logo মেজর জলিলকে বীরত্বসূচক খেতাব দিতে হবে: রব Logo আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: প্রেস সচিব

‘টারজান’ অভিনেতা এলি মারা গেছেন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

‘টারজান’ অভিনেতা এলি মারা গেছেন।

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘টারজান’ খ্যাত মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি। সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার বাড়িতে তার বাবার মৃত্যু হয়েছে।

 

এদিকে বাবার মৃত্যুর প্রায় ১ মাস পর বুধবার (২৩ অক্টোবর) ইনস্টাগ্রাম পোস্টে কার্স্টেন লেখেন, ‘ডি ওয়ার্ল্ড এমন একজনকে হারাতে পারেনি যা এ যাবতকালের সর্বশ্রেষ্ঠ পুরুষদের একজনকে হারিয়েছে। আমি আমার বাবাকে হারাচ্ছি না।’
 
এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি রন এলিকে তারকাখ্যাতি এনে দেয়। সারাবিশ্বের মতো বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয় ছিল এ সিরিজ। ষাটের দশকের এ সিরিজে অভিনয়ের ক্ষেত্রে রন এলি কোনো স্টান্ট নিতে আগ্রহী ছিলেন না। প্রায় সব স্টান্ট শুটিং নিজেই করতেন।
 
তার জনপ্রিয় টিভি শোর মধ্যে রয়েছে ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’, ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’ ইত্যাদি। সিনেমার মধ্যে রয়েছে । ‘ডক স্যাভেজ’, ‘সাউথ প্যাসিফিক’মতো সিনেমা।
 
 
১৯৩৮ সালে টেক্সাসের হেয়ারফোর্ডে গুণী এ অভিনেতা। ১৯৫৯ সালে বিয়ে করেন প্রেমিকা হেলেন ট্রিপলেটকে। তবে সে বিয়ে টেকেনি। বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ১৯৮৪ সালে মিস ফ্লোরিডা ভ্যারেলি লুনডেনকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
 
 
২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন রোনাল্ড। এরপর মনযোগ দেন লেখালেখিতে। মৃত্যুর আগ পর্যন্ত লেখালেখি নিয়েই ছিলেন হলিউড অভিনেতা।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
১৭ বার পড়া হয়েছে

‘টারজান’ অভিনেতা এলি মারা গেছেন

আপডেট সময় ০৮:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

‘টারজান’ অভিনেতা এলি মারা গেছেন।

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘টারজান’ খ্যাত মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি। সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার বাড়িতে তার বাবার মৃত্যু হয়েছে।

 

এদিকে বাবার মৃত্যুর প্রায় ১ মাস পর বুধবার (২৩ অক্টোবর) ইনস্টাগ্রাম পোস্টে কার্স্টেন লেখেন, ‘ডি ওয়ার্ল্ড এমন একজনকে হারাতে পারেনি যা এ যাবতকালের সর্বশ্রেষ্ঠ পুরুষদের একজনকে হারিয়েছে। আমি আমার বাবাকে হারাচ্ছি না।’
 
এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি রন এলিকে তারকাখ্যাতি এনে দেয়। সারাবিশ্বের মতো বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয় ছিল এ সিরিজ। ষাটের দশকের এ সিরিজে অভিনয়ের ক্ষেত্রে রন এলি কোনো স্টান্ট নিতে আগ্রহী ছিলেন না। প্রায় সব স্টান্ট শুটিং নিজেই করতেন।
 
তার জনপ্রিয় টিভি শোর মধ্যে রয়েছে ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’, ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’ ইত্যাদি। সিনেমার মধ্যে রয়েছে । ‘ডক স্যাভেজ’, ‘সাউথ প্যাসিফিক’মতো সিনেমা।
 
 
১৯৩৮ সালে টেক্সাসের হেয়ারফোর্ডে গুণী এ অভিনেতা। ১৯৫৯ সালে বিয়ে করেন প্রেমিকা হেলেন ট্রিপলেটকে। তবে সে বিয়ে টেকেনি। বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ১৯৮৪ সালে মিস ফ্লোরিডা ভ্যারেলি লুনডেনকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
 
 
২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন রোনাল্ড। এরপর মনযোগ দেন লেখালেখিতে। মৃত্যুর আগ পর্যন্ত লেখালেখি নিয়েই ছিলেন হলিউড অভিনেতা।