যুক্তরাষ্ট্রে নির্বাচনী উত্তাপ : সামাজিক মাধ্যমে ভোটারদের যে বার্তা দিলেন ট্রাম্প ও কমলা
যুক্তরাষ্ট্রে নির্বাচনী উত্তাপ : সামাজিক মাধ্যমে ভোটারদের যে বার্তা দিলেন ট্রাম্প ও কমলা।
নতুন প্রেসিডেন্ট বেছে নিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এরইমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশজুড়ে এখন নির্বাচনী উত্তাপ। এরইমধ্যে, সামাজিক মাধ্যমে ভোটারদের উদ্দেশে আলাদা আলাদা বার্তা দিয়েছেন দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রে ভোট শুরু হওয়ার পরপরই সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের প্রথম পোস্ট শেয়ার করেছেন কমলা হ্যারিস।
আমেরিকা, আপনার কণ্ঠস্বর শোনানোর এখনই সময়।
এখনই সময় বের হওয়ার এবং ভোট দেয়ার—যাতে একসঙ্গে, আমরা আবার যুক্তরাষ্ট্রকে মহান করে তুলতে পারি।