ব্রেকিং নিউজ :
এবার একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না?
এবার একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না?
আসন্ন একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পায়নি বাংলা একাডেমি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে এমন তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই অমর একুশে বইমেলা, ২০২৫ আয়োজন করতে হবে।
তবে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে করতে আবারও চেষ্টা করবেন বলে সাংবাদমাধ্যমকে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
অমর একুশে গ্রন্থমেলা শুরু থেকেই একাডেমি প্রাঙ্গণে হলেও ধীরে ধীরে পরিসর বাড়তে থাকায় সামনের সড়কেও বইমেলার স্টল বরাদ্দ দেয়া হয়। ২০১৪ সালে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বরাদ্দ দেয়া হয়। মেলার মূল মঞ্চ এবং তথ্যকেন্দ্র রাখা হয় একাডেমি প্রাঙ্গণেই।
গত এক দশক ধরে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা। চলতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে বসে বইমেলার আয়োজন।
তবে সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল গত মেলার সময়ই। উদ্যান ঘিরে সাংস্কৃতিক বলয় তৈরির অংশ হিসেবে মার্চ থেকে কিছু প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা করেছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
এতে ২০২৫ সালের বইমেলার জন্য উদ্যানের জায়গা বরাদ্দ দেবে না বলে প্রাথমিকভাবে জানিয়ে দেয়া হয়েছিল।
বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সরিয়ে বইমেলা পূর্বাচলে নিয়ে যাওয়া হবে বলেও শোনা যাচ্ছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত থেকে সরেনি- গত ৬ নভেম্বরের চিঠিতে সে কথাই স্পষ্ট করা হয়েছে।
তবে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘আমরা অবশ্যই চাইব বইমেলা যেন সোহরাওয়ার্দী উদ্যানেই হয়। সেজন্য আমরা আবারও চেষ্টা করব।’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live অমর একুশে বইমেলা গৃহায়ণ ও গণপূর্ত সোহরাওয়ার্দী উদ্যান