ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেম করার খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সাদ: র‌্যাব

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

প্রেম করার খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সাদ: র‌্যাব।

বগুড়ার দুপচাঁচিয়ায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করে থানা হেফাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আসামিকে থানা পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


এরআগে রোববার বিকেলে দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে গৃহবধূ উম্মে সালমাকে শ্বাসরোধ  ও কুপিয়ে হত্যা করে ডিপফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজায় ছেলে সাদ দিন আজিজার। পরে সোমবার রাতে র‍্যাব সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে মা উম্মে সালমাকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করে সে।

জিজ্ঞাসাবাদে সাদ র‍্যাবকে জানায়, প্রেম ও প্রেমের খরচের টাকা দেওয়া নিয়ে অভিমান থেকে নিজের মাকে হত্যার পরে ডিপ ফ্রিজে রাখে সে। নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় সালমার বড় ছেলে সাকিব ইবনে আজিজার বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।


দুপচাঁচিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে খুঁটিনাটি জানা যাবে।’
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১৩ বার পড়া হয়েছে

প্রেম করার খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সাদ: র‌্যাব

আপডেট সময় ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

প্রেম করার খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সাদ: র‌্যাব।

বগুড়ার দুপচাঁচিয়ায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করে থানা হেফাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আসামিকে থানা পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


এরআগে রোববার বিকেলে দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে গৃহবধূ উম্মে সালমাকে শ্বাসরোধ  ও কুপিয়ে হত্যা করে ডিপফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজায় ছেলে সাদ দিন আজিজার। পরে সোমবার রাতে র‍্যাব সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে মা উম্মে সালমাকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করে সে।

জিজ্ঞাসাবাদে সাদ র‍্যাবকে জানায়, প্রেম ও প্রেমের খরচের টাকা দেওয়া নিয়ে অভিমান থেকে নিজের মাকে হত্যার পরে ডিপ ফ্রিজে রাখে সে। নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় সালমার বড় ছেলে সাকিব ইবনে আজিজার বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।


দুপচাঁচিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে খুঁটিনাটি জানা যাবে।’