ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালমানের পর বিষ্ণোইদের টার্গেট গায়ক বাদশা! Logo দাবি ললিত মোদির : চেন্নাইয়ের ম্যাচে ‘আম্পায়ার ফিক্সিং’ করতেন বিসিসিআই সচিব Logo ইসকন মানেই সনাতনী ধর্ম নয়, সংগঠনটি উগ্রবাদী: হান্নান মাসউদ Logo প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির Logo আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি Logo চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় আটক ৩০ Logo হাইকোর্টে বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা Logo ভিসার কাজে মার্কিন দূতাবাসে বিএনপি চেয়ারপারসন, সাক্ষাৎ হলো মেগানের সাথেও Logo নিয়ম ভেঙে বাইডেন প্রশাসনের সঙ্গে সমঝোতা চুক্তি ট্রাম্পের Logo বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির।

সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যাতে দেশে বিভাজন তৈরির মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়।

মির্জা ফখরুল আরও বলেন, ড. ইউনূসের সাথে সাক্ষাতে দ্রব্যমূল্য কমানো ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করার কথা বলা হয়েছে। সার বিতরণের সমস্যা দূর করতেও আলোচনা হয়েছে। তাছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলাগুলো প্রত্যাহারে বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।

বিগত নির্বাচনগুলোতে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে তিনি বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বানও জানান তিনি।

শিল্প কারখানা প্রসঙ্গে তিনি বলেন, শিল্প উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখা ও শ্রমিকদের বেতনের যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে সরকারকে বলা হয়েছে। প্রয়োজনে কোম্পানিগুলোকে ঋণ দিয়ে হলেও উৎপাদন ও শ্রমিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির

আপডেট সময় ০৮:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির।

সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যাতে দেশে বিভাজন তৈরির মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়।

মির্জা ফখরুল আরও বলেন, ড. ইউনূসের সাথে সাক্ষাতে দ্রব্যমূল্য কমানো ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করার কথা বলা হয়েছে। সার বিতরণের সমস্যা দূর করতেও আলোচনা হয়েছে। তাছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলাগুলো প্রত্যাহারে বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।

বিগত নির্বাচনগুলোতে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে তিনি বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বানও জানান তিনি।

শিল্প কারখানা প্রসঙ্গে তিনি বলেন, শিল্প উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়া চালু রাখা ও শ্রমিকদের বেতনের যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে সরকারকে বলা হয়েছে। প্রয়োজনে কোম্পানিগুলোকে ঋণ দিয়ে হলেও উৎপাদন ও শ্রমিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।