ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সংসার ভাঙলো ধানুশ ও ঐশ্বরিয়ার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সংসার ভাঙলো ধানুশ ও ঐশ্বরিয়ার।

বলিউডে আবারও বিচ্ছেদ। সুর সম্রাট এ আর রহমানের বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই বিচ্ছেদের পথে হাঁটলেন দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়া। আদালতের মাধ্যমে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এ জুটি।

দক্ষিণী তারকা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। মেয়ের সংসার যেন না ভাঙে সে কারণে বাবা হিসেবে অনেক চেষ্টাই করেন রজনীকান্ত। চূড়ান্ত বিচ্ছেদের আগে ভাবার জন্য দুজনকে কিছু সময়ও নিতে অনুরোধ করেন তিনি।

 

তবে ধানুশ ও ঐশ্বরিয়া দুজনেই সে পরামর্শ মানলেও শেষমেষ ডিভোর্সের সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেন। এ কারণে আগের সিদ্ধান্ত অনুযায়ী, চেন্নাইয়ের একটি আদালতে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন তারা।
 
ধানুশ ও ঐশ্বরিয়ার সম্মিলিত ইচ্ছায় বুধবার (২৭ নভেম্বর) আদালতে সংসার জীবনের ইতি টানেন এ জুটি। হাতে পান ডিভোর্সের চূড়ান্ত কাগজপত্র।
 
আদালতে জানান, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদের পথ বেছে নেন ধানুশ ও ঐশ্বরিয়া। সিদ্ধান্ত হয়েছে, বিচ্ছেদের পর দুজনেই তাদের সন্তানদের দায়িত্ব যৌথভাবে পালন করবেন।
 
২০২২ সালে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন ধানুশ। ঘোষণা দেন আলাদা থাকার। একই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় করেন ঐশ্বরিয়াও। বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদনও করেন তারা।
 
 
এ আবেদনের প্রেক্ষিতে গত দুই বছরে সর্বমোট তিনটি শুনানি হয়। তারই সবশেষ শুনানি ছিল ২৭ নভেম্বর। ওই দিনই বিচ্ছেদের চূড়ান্ত কাগজ হাতে পান এ জুটি।
 
 
উল্লেখ্য, সিনেমায় ধানুশের অভিনয় দেখে মুগ্ধ হন ঐশ্বরিয়া। এরপর ২০০৪ সালে ধানুশকে বিয়ে করেন তিনি। সুখের সংসারে তাদের ইয়াত্রা ও লিঙ্গা নামের দুই ছেলে সন্তানের জন্ম হয়। এরপর হঠাৎই বিচ্ছেদের ঝড় ওঠে তাদের জীবনে।
 
  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
৭ বার পড়া হয়েছে

সংসার ভাঙলো ধানুশ ও ঐশ্বরিয়ার

আপডেট সময় ১১:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

সংসার ভাঙলো ধানুশ ও ঐশ্বরিয়ার।

বলিউডে আবারও বিচ্ছেদ। সুর সম্রাট এ আর রহমানের বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই বিচ্ছেদের পথে হাঁটলেন দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়া। আদালতের মাধ্যমে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন এ জুটি।

দক্ষিণী তারকা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। মেয়ের সংসার যেন না ভাঙে সে কারণে বাবা হিসেবে অনেক চেষ্টাই করেন রজনীকান্ত। চূড়ান্ত বিচ্ছেদের আগে ভাবার জন্য দুজনকে কিছু সময়ও নিতে অনুরোধ করেন তিনি।

 

তবে ধানুশ ও ঐশ্বরিয়া দুজনেই সে পরামর্শ মানলেও শেষমেষ ডিভোর্সের সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেন। এ কারণে আগের সিদ্ধান্ত অনুযায়ী, চেন্নাইয়ের একটি আদালতে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন তারা।
 
ধানুশ ও ঐশ্বরিয়ার সম্মিলিত ইচ্ছায় বুধবার (২৭ নভেম্বর) আদালতে সংসার জীবনের ইতি টানেন এ জুটি। হাতে পান ডিভোর্সের চূড়ান্ত কাগজপত্র।
 
আদালতে জানান, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদের পথ বেছে নেন ধানুশ ও ঐশ্বরিয়া। সিদ্ধান্ত হয়েছে, বিচ্ছেদের পর দুজনেই তাদের সন্তানদের দায়িত্ব যৌথভাবে পালন করবেন।
 
২০২২ সালে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন ধানুশ। ঘোষণা দেন আলাদা থাকার। একই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় করেন ঐশ্বরিয়াও। বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদনও করেন তারা।
 
 
এ আবেদনের প্রেক্ষিতে গত দুই বছরে সর্বমোট তিনটি শুনানি হয়। তারই সবশেষ শুনানি ছিল ২৭ নভেম্বর। ওই দিনই বিচ্ছেদের চূড়ান্ত কাগজ হাতে পান এ জুটি।
 
 
উল্লেখ্য, সিনেমায় ধানুশের অভিনয় দেখে মুগ্ধ হন ঐশ্বরিয়া। এরপর ২০০৪ সালে ধানুশকে বিয়ে করেন তিনি। সুখের সংসারে তাদের ইয়াত্রা ও লিঙ্গা নামের দুই ছেলে সন্তানের জন্ম হয়। এরপর হঠাৎই বিচ্ছেদের ঝড় ওঠে তাদের জীবনে।