ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভেজা মাঠের কারণে টসে বিলম্ব, রাত ১০টায় মাঠ পরিদর্শন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ভেজা মাঠের কারণে টসে বিলম্ব, রাত ১০টায় মাঠ পরিদর্শন।

বাংলাদেশ সময় ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্ট, সে অনুযায়ী টস হতো সাড়ে ৮টা নাগাদ। কিন্তু সাবিনা পার্কের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি।

জ্যামাইকায় টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। ফলে টস যে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না, তা অনেকে আন্দাজ করেছিলেন। শেষ পর্যন্ত তা-ই সত্যি হলো। বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর জানা যাবে পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে।

ব্যাকফুটে থেকে এই ম্যাচ শুরু করবে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত নেই, আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন তারা। প্রথম ম্যাচে মুশফিক আঙুলে ও পরের ম্যাচে দলপতি কুঁচকিতে চোট পান। যে কারণে ওই সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি তারা, ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

বাংলাদেশের ব্যাকফুটে থাকার আরও কারণ আছে। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল হক ও জাকের আলীর অর্ধশতক ও তাসকিন আহমেদের ইনিংসে ৬ উইকেট ব্যতীত বলার মতো নেই আর কিছুই। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১৮ বার পড়া হয়েছে

ভেজা মাঠের কারণে টসে বিলম্ব, রাত ১০টায় মাঠ পরিদর্শন

আপডেট সময় ০৯:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

ভেজা মাঠের কারণে টসে বিলম্ব, রাত ১০টায় মাঠ পরিদর্শন।

বাংলাদেশ সময় ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্ট, সে অনুযায়ী টস হতো সাড়ে ৮টা নাগাদ। কিন্তু সাবিনা পার্কের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি।

জ্যামাইকায় টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। ফলে টস যে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না, তা অনেকে আন্দাজ করেছিলেন। শেষ পর্যন্ত তা-ই সত্যি হলো। বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর জানা যাবে পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে।

ব্যাকফুটে থেকে এই ম্যাচ শুরু করবে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত নেই, আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন তারা। প্রথম ম্যাচে মুশফিক আঙুলে ও পরের ম্যাচে দলপতি কুঁচকিতে চোট পান। যে কারণে ওই সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি তারা, ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

বাংলাদেশের ব্যাকফুটে থাকার আরও কারণ আছে। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল হক ও জাকের আলীর অর্ধশতক ও তাসকিন আহমেদের ইনিংসে ৬ উইকেট ব্যতীত বলার মতো নেই আর কিছুই।