ব্রেকিং নিউজ :
সীমান্তে সতর্ক বিজিবি
সীমান্তে সতর্ক বিজিবি।
দেশের সীমান্ত এলাকাকে টার্গেট করে ভারতীয়দের লংমার্চ এবং ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির সদর দফতর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, দেশের সীমান্তে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে।
এদিকে ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার পর আগরতলা থেকে আখাউড়ামুখী লংমার্চ কর্মসূচিকে ঘিরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
তবে আমদানি-রফতানি কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
৬০ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করার লক্ষ্যে বিজেপি প্রস্তুত রয়েছে। আখাউড়া সীমান্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live বাংলাদেশ-ভারত বিজিবি সীমান্ত সীমান্তে নিরাপত্তা