ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে ফাইনালে তোলা ইমন জানালেন সাফল্যের রহস্য

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের ১৮ বছর বয়সী পেসার ইমন একাই নাচিয়েছেন পাকিস্তানি ব্যাটারদের। ৭ ওভার বল করে ১ মেডেন দিয়ে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তাতে পাকিস্তানের ব্যাটিং লাইন ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি।

 

ইমনের অসাধারণ বোলিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচ শেষে প্রত্যাশিতভাবেই সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। আর সেই পুরস্কার জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় ইমন জানালেন, কীভাবে সফল হয়েছেন তিনি।
 
ইমনের মতে, উইকেট বোলিং সহায়ক হওয়ায় সাফল্য পেয়েছেন তিনি। এই পেসার বলেন, ‘আজকের উইকেটটা ভালো ছিল। পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট। আমি আমার জায়গায় বোলিং করে সফল হয়েছি। পারফর্ম করেছি, ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। আমি খুবই উচ্ছ্বসিত। দলের জন্য খুব দরকার ছিল আমার পারফরম্যান্সটা।’
 
 
আগামী ৮ ডিসেম্বর অর্থাৎ ২ দিন পর দুবাইয়ে ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। গতবার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই ফাইনালে হারিয়ে দিলেও এবার কঠিন প্রতিপক্ষ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে শিরোপা জয়ী দলের বিপক্ষে ফাইনালে বিশেষ পরিকল্পনা নিয়েই নামতে হবে জুনিয়র টাইগারদের।
 
তবে নিজের বোলিং নিয়ে ফাইনালে বিশেষ কোনো পরিকল্পনা নেই ইমনের। তিনি বলেন, ‘ফাইনালের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমি আমার জায়গা থেকে ভালো বোলিং করব। আর কিছুই না।’  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
১২ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ফাইনালে তোলা ইমন জানালেন সাফল্যের রহস্য

আপডেট সময় ০৮:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারের ১৮ বছর বয়সী পেসার ইমন একাই নাচিয়েছেন পাকিস্তানি ব্যাটারদের। ৭ ওভার বল করে ১ মেডেন দিয়ে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তাতে পাকিস্তানের ব্যাটিং লাইন ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি।

 

ইমনের অসাধারণ বোলিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচ শেষে প্রত্যাশিতভাবেই সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। আর সেই পুরস্কার জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় ইমন জানালেন, কীভাবে সফল হয়েছেন তিনি।
 
ইমনের মতে, উইকেট বোলিং সহায়ক হওয়ায় সাফল্য পেয়েছেন তিনি। এই পেসার বলেন, ‘আজকের উইকেটটা ভালো ছিল। পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট। আমি আমার জায়গায় বোলিং করে সফল হয়েছি। পারফর্ম করেছি, ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। আমি খুবই উচ্ছ্বসিত। দলের জন্য খুব দরকার ছিল আমার পারফরম্যান্সটা।’
 
 
আগামী ৮ ডিসেম্বর অর্থাৎ ২ দিন পর দুবাইয়ে ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। গতবার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই ফাইনালে হারিয়ে দিলেও এবার কঠিন প্রতিপক্ষ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে শিরোপা জয়ী দলের বিপক্ষে ফাইনালে বিশেষ পরিকল্পনা নিয়েই নামতে হবে জুনিয়র টাইগারদের।
 
তবে নিজের বোলিং নিয়ে ফাইনালে বিশেষ কোনো পরিকল্পনা নেই ইমনের। তিনি বলেন, ‘ফাইনালের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমি আমার জায়গা থেকে ভালো বোলিং করব। আর কিছুই না।’