সৌদি আরব /এমআরপি পাসপোর্ট নিয়ে ভোগান্তি, অবৈধ হওয়ার ঝুঁকিতে অনেক বাংলাদেশি
নিজস্ব সংবাদ :
ছবি সংগৃহীত
সৌদি আরব /এমআরপি পাসপোর্ট নিয়ে ভোগান্তি, অবৈধ হওয়ার ঝুঁকিতে অনেক বাংলাদেশি।
মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ। নতুন পাসপোর্ট পেতে মাসের পর মাস সময় লাগায় আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা। আবার অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে।
মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে সৌদি আরবে বসবাস করা অনেক বাংলাদেশি। নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দেয়ার পর, নির্ধারিত সময়ে না পেয়ে মাসের পর মাস ঘুরতে হচ্ছে অনেককে। এই দীর্ঘসূত্রতার কারণে আকামা নবায়ন করতে পারছেন না তারা। গুনতে হচ্ছে জরিমানা।
আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। এছাড়া সৌদি আরবের আইন অনুযায়ী অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ও দেশে ফেরত পাঠানোর শঙ্কা তো আছেই।
প্রবাসীরা বলছেন, পাসপোর্ট নিয়ে জটিলতা শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, কর্মক্ষেত্রেও প্রভাব ফেলছে।
এ অবস্থায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, এমআরপি বিতরণ প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে এবং প্রবাসীদের সমস্যার সমাধান দেয়া হবে।
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হলেও, এর আগে জমা দেয়া এমআরপি পাসপোর্ট নিয়ে তৈরি হয়েছে এই সমস্যা।