ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন।

পরিবর্তন আসছে পাকিস্তানের করা চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বনির্ধারিত সূচিতে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মত হওয়ায় বাংলাদেশের ম্যাচেও আসতে যাচ্ছে রদবদল। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।

 

শেষ হইয়াও যেন হইলো না শেষ। ভারত-পাকিস্তানের টানাপোড়েনের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান মেগা সিরিয়াল আপতত সমাপ্ত হলেও, কাটেনি ভেন্যু জটিলতা। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মত হওয়ায় পাকিস্তানের তৈরি পূর্বনির্ধারিত সূচিতেও আসতে যাচ্ছে পরিবর্তন।

 

চূড়ান্ত না হলেও, একটি খসড়া সূচি আগেই তৈরী করে রেখেছিল আয়োজক পাকিস্তান। যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। যেখানে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের কারণে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষে এসেছে পরিবর্তন। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। আর ২৭ ফেব্রুয়ারি শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান। মূলত নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে আসতে যাচ্ছে এই পরিবর্তন।
 
 
বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের কারণে আসবে বাংলাদেশের ম্যাচে পরিবর্তন। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত যেহেতু পাকিস্তানে সফর করবে না সেহেতু ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। ট্রাভেল টাইম রাখার জন্য এই সূচিতে আনা হচ্ছে পরিবর্তন। যদিও বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। আইসিসি উভয় বোর্ডের সঙ্গে কথা বলে ঘোষণা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ।
 
তাছাড়া এ গ্রুপের বাকি ম্যাচগুলোতেও পরিবর্তন আসবে হাইব্রিড মডেলের কারণে। তবে নির্ধারিত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২২ ফেব্রুয়ারি বিগ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
 
 
নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে একটি সেমিফইনাল। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু মাত্র শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য।
  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
৭৯ বার পড়া হয়েছে

পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন

আপডেট সময় ০৮:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন।

পরিবর্তন আসছে পাকিস্তানের করা চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বনির্ধারিত সূচিতে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মত হওয়ায় বাংলাদেশের ম্যাচেও আসতে যাচ্ছে রদবদল। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।

 

শেষ হইয়াও যেন হইলো না শেষ। ভারত-পাকিস্তানের টানাপোড়েনের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান মেগা সিরিয়াল আপতত সমাপ্ত হলেও, কাটেনি ভেন্যু জটিলতা। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মত হওয়ায় পাকিস্তানের তৈরি পূর্বনির্ধারিত সূচিতেও আসতে যাচ্ছে পরিবর্তন।

 

চূড়ান্ত না হলেও, একটি খসড়া সূচি আগেই তৈরী করে রেখেছিল আয়োজক পাকিস্তান। যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। যেখানে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের কারণে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষে এসেছে পরিবর্তন। ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা। আর ২৭ ফেব্রুয়ারি শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান। মূলত নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে আসতে যাচ্ছে এই পরিবর্তন।
 
 
বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের কারণে আসবে বাংলাদেশের ম্যাচে পরিবর্তন। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত যেহেতু পাকিস্তানে সফর করবে না সেহেতু ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। ট্রাভেল টাইম রাখার জন্য এই সূচিতে আনা হচ্ছে পরিবর্তন। যদিও বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। আইসিসি উভয় বোর্ডের সঙ্গে কথা বলে ঘোষণা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ।
 
তাছাড়া এ গ্রুপের বাকি ম্যাচগুলোতেও পরিবর্তন আসবে হাইব্রিড মডেলের কারণে। তবে নির্ধারিত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২২ ফেব্রুয়ারি বিগ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
 
 
নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে একটি সেমিফইনাল। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু মাত্র শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য।