ব্রেকিং নিউজ :
দিল্লিতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলো যুবক
দিল্লিতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলো যুবক।
ভারতের নয়াদিল্লিতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। ব্যক্তিগত শত্রুতার জেরে এমনটা হয়েছে বলে ধারণা পুলিশের। দগ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সূত্রের খবর, গায়ে আগুন দেয়া ওই যুবকের নাম জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাগপাতের বাসিন্দা। তার শরীরের নব্বই শতাংশ পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ডায়েরি উদ্ধার করেছে। এতে দুই পাতা সুইসাইড নোট লেখা রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় স্থানীয় জনতা দ্রুত আগুন নিভিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।