ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হ্যাকারদের কবলে ব্রাজিলিয়ান ক্লাব; নেইমারকে নিয়ে মিথ্যা পোস্ট

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

হ্যাকারদের কবলে ব্রাজিলিয়ান ক্লাব; নেইমারকে নিয়ে মিথ্যা পোস্ট।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে ‘করিটিবা ফুটবল ক্লাব’ এর ওয়েবসাইটে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে এমন ঘোষণা দেয়া হয় যে, এই গ্রীষ্মে আল হিলালের সঙ্গে চুক্তি শেষে ব্রাজিলের ক্লাব করিটিবাতে যোগ দিতে রাজি হয়েছেন নেইমার। তবে ক্লাবটির পক্ষ থেকে এ ধরনের কোনও পোস্ট করা হয়নি। তাদের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছিল এবং নেইমার তাদের ক্লাবে যোগ দিচ্ছেন না। পরে অবশ্য ওয়েবসাইট ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই পোস্ট মুছে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ব্রাজিলিয়ান ক্লাব করিটিবার সঙ্গে চুক্তি করতে রাজি নন নেইমার। সম্প্রতি ক্লাবটির ওয়েবসাইটে একটি মিথ্যা পোস্ট করা হয়। সেখানে নেইমার ক্লাবটির সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন এমন ঘোষণা দেয়া হয়, যা একেবারেই মিথ্যা। করিটিবা ফুটবল ক্লাব পরবর্তীতে তাদের ওয়েবসাইট ফেরত পায়, পরে নেইমারকে নিয়ে সেই পোস্ট তাদের ওয়েবসাইট থেকে তারা ‍মুছে দেয়।

 
সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যাওয়ার পর খুব বেশি সময় দলটির হয়ে মাঠে নামার সুযোগ পাননি নেইমার। ইনজুরির কারণে দীর্ঘ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। একটা সময় তার মনে হয়েছিল যে তিনি ব্রাজিলে ফিরে যাবেন। সেখানে তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। 
 
‘করিটিবাই’ প্রথম ক্লাব নয় যারা হ্যাকারদের শিকার হয়েছে। এর আগে গেল বছরের মে মাসে ‘ফ্লুমিনেন্স’ হ্যাকারদের কবলে পড়েছিল। সে সময় তাদের ওয়েবসাইটে আর্লিং হলান্ড ফ্লুমিনেন্সে যোগ দিচ্ছেন এমন খবর প্রকাশ করা হয়েছিল। তবে সেটিও ছিল হ্যাকারদের কারসাজি। 
 
 
ব্রাজিলের ক্লাব সান্তোসে ফেরার জন্য নেইমার এক প্রকার সবুজ সংকেত দিয়ে রেখেছেন। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘গোলডটকমে’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই সৌদি আরব ছাড়তে পারেন নেইমার। এই বছরের গ্রীষ্মে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে। চুক্তি শেষে নেইমার ফিরে যেতে পারেন তার শৈশবের ক্লাব সান্তোসে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
৮ বার পড়া হয়েছে

হ্যাকারদের কবলে ব্রাজিলিয়ান ক্লাব; নেইমারকে নিয়ে মিথ্যা পোস্ট

আপডেট সময় ০৯:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

হ্যাকারদের কবলে ব্রাজিলিয়ান ক্লাব; নেইমারকে নিয়ে মিথ্যা পোস্ট।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে ‘করিটিবা ফুটবল ক্লাব’ এর ওয়েবসাইটে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে এমন ঘোষণা দেয়া হয় যে, এই গ্রীষ্মে আল হিলালের সঙ্গে চুক্তি শেষে ব্রাজিলের ক্লাব করিটিবাতে যোগ দিতে রাজি হয়েছেন নেইমার। তবে ক্লাবটির পক্ষ থেকে এ ধরনের কোনও পোস্ট করা হয়নি। তাদের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছিল এবং নেইমার তাদের ক্লাবে যোগ দিচ্ছেন না। পরে অবশ্য ওয়েবসাইট ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই পোস্ট মুছে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ব্রাজিলিয়ান ক্লাব করিটিবার সঙ্গে চুক্তি করতে রাজি নন নেইমার। সম্প্রতি ক্লাবটির ওয়েবসাইটে একটি মিথ্যা পোস্ট করা হয়। সেখানে নেইমার ক্লাবটির সঙ্গে চুক্তি করতে রাজি হয়েছেন এমন ঘোষণা দেয়া হয়, যা একেবারেই মিথ্যা। করিটিবা ফুটবল ক্লাব পরবর্তীতে তাদের ওয়েবসাইট ফেরত পায়, পরে নেইমারকে নিয়ে সেই পোস্ট তাদের ওয়েবসাইট থেকে তারা ‍মুছে দেয়।

 
সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যাওয়ার পর খুব বেশি সময় দলটির হয়ে মাঠে নামার সুযোগ পাননি নেইমার। ইনজুরির কারণে দীর্ঘ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। একটা সময় তার মনে হয়েছিল যে তিনি ব্রাজিলে ফিরে যাবেন। সেখানে তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। 
 
‘করিটিবাই’ প্রথম ক্লাব নয় যারা হ্যাকারদের শিকার হয়েছে। এর আগে গেল বছরের মে মাসে ‘ফ্লুমিনেন্স’ হ্যাকারদের কবলে পড়েছিল। সে সময় তাদের ওয়েবসাইটে আর্লিং হলান্ড ফ্লুমিনেন্সে যোগ দিচ্ছেন এমন খবর প্রকাশ করা হয়েছিল। তবে সেটিও ছিল হ্যাকারদের কারসাজি। 
 
 
ব্রাজিলের ক্লাব সান্তোসে ফেরার জন্য নেইমার এক প্রকার সবুজ সংকেত দিয়ে রেখেছেন। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘গোলডটকমে’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই সৌদি আরব ছাড়তে পারেন নেইমার। এই বছরের গ্রীষ্মে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে। চুক্তি শেষে নেইমার ফিরে যেতে পারেন তার শৈশবের ক্লাব সান্তোসে।