ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা, স্থানীয়দের পাল্টাপাল্টি স্লোগান Logo গুম ও গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ৯৭ জনের পাসপোর্ট বাতিল: প্রেস উইং Logo ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল সরকার Logo বাণিজ্য মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি! Logo বরিশালকে ১২৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো সিলেট Logo বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, কোনো অন্যায়ে জড়াবেন না: রুমিন ফারহানা Logo ট্রুডোর পদত্যাগ/ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রীর আলোচনায় ভারতীয় বংশোদ্ভূত অনিতা Logo কেন রোজার প্রেমে পড়লেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসান Logo বাংলাদেশ কোন পথে যাবে, ফয়সালার বছর ২০২৫: গোলাম পরওয়ার Logo নাটোর/ কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মিছিল

গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধরের প্রতিবাদ জানালো জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধরের প্রতিবাদ জানালো জাতীয় নাগরিক কমিটি।

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানে’র দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। জাতীয় নাগরিক কমিটি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এতে বলা হয়, আমরা মনে করি, এ ধরণের হামলা অপরাজনৈতিক তৎপরতারই বহিঃপ্রকাশ। সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিদ্যমান সব কর্তৃত্ববাদী ব্যবস্থা ও উপাদানকে সমূলে উচ্ছেদ করা না গেলে এ ধরণের সন্ত্রাসবাদিতার নিদর্শন বার বার প্রকাশ হতে থাকবে।
সমাবেশে বর্তমান সংবিধানকে নাকচ করে ফারুক হাসান বলেন, ‘বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়।’ এ ছাড়াও সমাবেশে তিনি আহতদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে অবহেলার সমালোচনা করেন। জাতীয় নাগরিক বলছে, আমরা মনে করি, এ হামলা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থার তাঁবেদার শক্তির উগ্র আস্ফালন। জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠার দিন থেকেই প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সংস্কার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে। এতদ্বসত্ত্বেও বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়েও বাধা এবং হামলার শিকার হচ্ছেন।
এ হামলায় জড়িতদের তদন্ত করে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি। একইসঙ্গে তারা বলেন, আমরা ফারুক হাসানের সুস্থতা কামনা করছি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
২ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধরের প্রতিবাদ জানালো জাতীয় নাগরিক কমিটি

আপডেট সময় ১০:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধরের প্রতিবাদ জানালো জাতীয় নাগরিক কমিটি।

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানে’র দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। জাতীয় নাগরিক কমিটি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এতে বলা হয়, আমরা মনে করি, এ ধরণের হামলা অপরাজনৈতিক তৎপরতারই বহিঃপ্রকাশ। সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিদ্যমান সব কর্তৃত্ববাদী ব্যবস্থা ও উপাদানকে সমূলে উচ্ছেদ করা না গেলে এ ধরণের সন্ত্রাসবাদিতার নিদর্শন বার বার প্রকাশ হতে থাকবে।
সমাবেশে বর্তমান সংবিধানকে নাকচ করে ফারুক হাসান বলেন, ‘বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়।’ এ ছাড়াও সমাবেশে তিনি আহতদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে অবহেলার সমালোচনা করেন। জাতীয় নাগরিক বলছে, আমরা মনে করি, এ হামলা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থার তাঁবেদার শক্তির উগ্র আস্ফালন। জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠার দিন থেকেই প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সংস্কার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে। এতদ্বসত্ত্বেও বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়েও বাধা এবং হামলার শিকার হচ্ছেন।
এ হামলায় জড়িতদের তদন্ত করে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি। একইসঙ্গে তারা বলেন, আমরা ফারুক হাসানের সুস্থতা কামনা করছি।