ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনাল নিশ্চিতের মিশনে একাধিক তারকাকে পাচ্ছে না বার্সেলোনা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ফাইনাল নিশ্চিতের মিশনে একাধিক তারকাকে পাচ্ছে না বার্সেলোনা।

মরুর বুকে রাতে চলবে ফুটবল উৎসব। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিতের মিশনে সৌদি আরবের জেদ্দায় অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বুধবার (৮ জানুয়ারি) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

 

উড়তে উড়তে হঠাৎ করেই লা লিগায় পথ হারিয়েছে বার্সেলোনা। শিরোপা পথে থাকা দলটার হঠাৎ করেই লেজে গোবরে অবস্থা। শীর্ষে থাকা রিয়াল ৪৩ পয়েন্ট নিয়ে যখন শিরোপার পথে হাঁটছে, তখন ১৯ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে লিগে ব্যর্থতার কারণ অনুসন্ধান আর নিজেদের খুঁজে পাওয়ায় ব্যস্ত সময় কাটছে হ্যান্সি ফ্লিকের। কঠিন এই সময়ে আরও এক চ্যালেঞ্জের সামনে বার্সেলোনা।
 
মরুর বুকে স্প্যানিশ সুপার কাপ আঁকড়ে ধরার আশায় কাতালান কোচ। সেমিইনালে বার্সার সামনে অ্যাথলেটিক বিলবাও। আরেক সেমিফাইনালে মায়োর্কার মতো সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল। সেখানে বার্সাকে পাড়ি দিতে বিলবাওয়ের কঠিন বৈতরণী। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কমপ্লেক্সে নামার আগে পাহাড় সমান দুশ্চিন্তায় দিশেহারা ফ্লিক। লা লিগায় নিবন্ধন জটিলতায় গুরুত্বপূর্ণ ম্যাচে দানি ওলমো এবং ভিক্টরকে পাবে না বার্সা। মৌসুমের প্রথম অংশের জন্য তাদের নিবন্ধন করেছিল কাতালানরা।
 
গত শনিবার এই ফুটবলারদের জন্য করা আপিল খারিজ করে দেয়া হয়। শেষ ভরসা অ্যাডমিনিস্ট্রেটিভ স্পো্রর্টস কোর্ট। সেখানে সুরাহা না হলে আর কোনো পথ খোলা থাকবে না বার্সার। হ্যান্সি ফ্লিক মানছেন কটিন বাস্তবতা। তবুও মাঠের পারফরম্যান্সে তার আঁচ পড়তে দিতে চান না কোচ।
 
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমরা একটা কঠিন সময় পার করছি। ওলমো ও ভিক্টোরকে পাওয়া যাবে না। তবে, বাকিরা যদি চেষ্টা করে, তাহলে বার্সেলোনা যে কোনো পরিস্থিতি থেকেই ম্যাচ বের করে আনতে জানে।’
 
 
ইনজুরি আগেই কেড়ে নিয়েছে স্টেগান, মার্ক বারনেলকে। অনিশ্চয়তা আছে ফেরান তোরেস, আন্দ্রেস ক্রিস্টেনসেনকে নিয়ে। তবে, ইয়ামালকে নিয়ে আশাবাদী কোচ।
 
প্রতিপক্ষ বিলবাওয়ের বিপক্ষে গেল আগস্টে লা লিগায় ২-১ গোলের জয় পেয়েছিলো বার্সা। দু’দলের ৬৯ ম্যাচের পরিসংখ্যানে ৪৪টি জয় নিয়ে এগিয়ে আছে কাতালানরাই। ১১ টি ম্যাচে জয় আছে বিলবাওয়ের। তবে, তাদের জন্য সতর্কবার্তা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৫ ম্যাচে অপরাজিত বিলবাও।
 
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
২ বার পড়া হয়েছে

ফাইনাল নিশ্চিতের মিশনে একাধিক তারকাকে পাচ্ছে না বার্সেলোনা

আপডেট সময় ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ফাইনাল নিশ্চিতের মিশনে একাধিক তারকাকে পাচ্ছে না বার্সেলোনা।

মরুর বুকে রাতে চলবে ফুটবল উৎসব। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিতের মিশনে সৌদি আরবের জেদ্দায় অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বুধবার (৮ জানুয়ারি) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

 

উড়তে উড়তে হঠাৎ করেই লা লিগায় পথ হারিয়েছে বার্সেলোনা। শিরোপা পথে থাকা দলটার হঠাৎ করেই লেজে গোবরে অবস্থা। শীর্ষে থাকা রিয়াল ৪৩ পয়েন্ট নিয়ে যখন শিরোপার পথে হাঁটছে, তখন ১৯ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে লিগে ব্যর্থতার কারণ অনুসন্ধান আর নিজেদের খুঁজে পাওয়ায় ব্যস্ত সময় কাটছে হ্যান্সি ফ্লিকের। কঠিন এই সময়ে আরও এক চ্যালেঞ্জের সামনে বার্সেলোনা।
 
মরুর বুকে স্প্যানিশ সুপার কাপ আঁকড়ে ধরার আশায় কাতালান কোচ। সেমিইনালে বার্সার সামনে অ্যাথলেটিক বিলবাও। আরেক সেমিফাইনালে মায়োর্কার মতো সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল। সেখানে বার্সাকে পাড়ি দিতে বিলবাওয়ের কঠিন বৈতরণী। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি কমপ্লেক্সে নামার আগে পাহাড় সমান দুশ্চিন্তায় দিশেহারা ফ্লিক। লা লিগায় নিবন্ধন জটিলতায় গুরুত্বপূর্ণ ম্যাচে দানি ওলমো এবং ভিক্টরকে পাবে না বার্সা। মৌসুমের প্রথম অংশের জন্য তাদের নিবন্ধন করেছিল কাতালানরা।
 
গত শনিবার এই ফুটবলারদের জন্য করা আপিল খারিজ করে দেয়া হয়। শেষ ভরসা অ্যাডমিনিস্ট্রেটিভ স্পো্রর্টস কোর্ট। সেখানে সুরাহা না হলে আর কোনো পথ খোলা থাকবে না বার্সার। হ্যান্সি ফ্লিক মানছেন কটিন বাস্তবতা। তবুও মাঠের পারফরম্যান্সে তার আঁচ পড়তে দিতে চান না কোচ।
 
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমরা একটা কঠিন সময় পার করছি। ওলমো ও ভিক্টোরকে পাওয়া যাবে না। তবে, বাকিরা যদি চেষ্টা করে, তাহলে বার্সেলোনা যে কোনো পরিস্থিতি থেকেই ম্যাচ বের করে আনতে জানে।’
 
 
ইনজুরি আগেই কেড়ে নিয়েছে স্টেগান, মার্ক বারনেলকে। অনিশ্চয়তা আছে ফেরান তোরেস, আন্দ্রেস ক্রিস্টেনসেনকে নিয়ে। তবে, ইয়ামালকে নিয়ে আশাবাদী কোচ।
 
প্রতিপক্ষ বিলবাওয়ের বিপক্ষে গেল আগস্টে লা লিগায় ২-১ গোলের জয় পেয়েছিলো বার্সা। দু’দলের ৬৯ ম্যাচের পরিসংখ্যানে ৪৪টি জয় নিয়ে এগিয়ে আছে কাতালানরাই। ১১ টি ম্যাচে জয় আছে বিলবাওয়ের। তবে, তাদের জন্য সতর্কবার্তা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৫ ম্যাচে অপরাজিত বিলবাও।