ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আকাশ ছোঁয়া সম্পত্তির মালিক সাইফ আলি খান!

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আকাশ ছোঁয়া সম্পত্তির মালিক সাইফ আলি খান!

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফ আলী খান এখন হাসপাতালে। ভারতের মুম্বাইয়ের অভিজাত এলাকায় নিজের বিলাশবহুল ফ্ল্যাটে ঢুকে তাকে উপর্যুপরি কোপানো হয়। শুধু এই ফ্ল্যাটই নয়, সাইফের মোট সম্পদ রীতিমতো আকাশছোঁয়া।

অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও সাইফের আরও একটি বড় পরিচয় হলো ভারতের হরিয়ানা রাজ্যের নবাব পরিবারের সদস্য তিনি। তাই পৈত্রিক সূত্রেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক এ সুপারস্টার।

 

ভারতীয় সংবাদামাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, সাইফের মোট সম্পদের আর্থিক মূল্য ১,২০০ কোটি রুপির বেশি। এ বিশাল অর্থ তিনি বিনোদন জগত ও পৈতিক সম্পত্তি থেকে পেয়েছেন।
 
জানা যায়, প্রতি সিনেমাতে অভিনয়ের জন্য সাইফ পারিশ্রমিক নেন ১০ থেকে ১৫ কোটি রুপি। এছাড়া ওটিটি প্লাটফর্ম, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বিজ্ঞাপনের মুখ হয়ে ১ থেকে ৫ কোটি রুপি আয় করেন তিনি।
 
 
অন্যদিকে বলিউডের সম্পদশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটি রুপির ওপরে।
 
শুধু তাই নয়, নবাব পরিবারের পৈতৃক সম্পত্তি পতৌদি প্যালেস থেকেও মোটা অংকের অর্থ পান সাইফ। ৮০০ কোটি রুপির ওপরে এ প্যালেস বিভিন্ন সিনেমার শুটিংয়ের জন্য ভাড়া দেয়া হয়।
ব্যবসা সফল হিট সিনেমা অ্যানিমেল, রং দে বাসন্তি, বীরজারা, ওয়েব সিরিজ তাণ্ডব, হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসের ‘ইট প্রে লাভ’ সিনেমায় ব্যবহৃত হয়েছে এ পতৌদি প্যালেস। অসংখ্য বিজ্ঞাপনের শুটিংয়েও এটি ব্যবহৃত হয়েছে।
সাইফের আরও একটি বড় পরিচয় হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সদস্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর তার মা। অভিজাত এ পরিবারের পৈতৃক বাসভবন ছাড়াও রয়েছে একাধিক বাড়ি ও ফ্ল্যাট।

গ্যারেজে রয়েছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি। যেমন Ford Mustang GT, Range Rover Vogue, Land Rover Defender’ Mercedes S Class,Audi R8। যেগুলো দাম ১ থেকে ৫ কোটি টাকা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৬ বার পড়া হয়েছে

আকাশ ছোঁয়া সম্পত্তির মালিক সাইফ আলি খান!

আপডেট সময় ১০:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

আকাশ ছোঁয়া সম্পত্তির মালিক সাইফ আলি খান!

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফ আলী খান এখন হাসপাতালে। ভারতের মুম্বাইয়ের অভিজাত এলাকায় নিজের বিলাশবহুল ফ্ল্যাটে ঢুকে তাকে উপর্যুপরি কোপানো হয়। শুধু এই ফ্ল্যাটই নয়, সাইফের মোট সম্পদ রীতিমতো আকাশছোঁয়া।

অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও সাইফের আরও একটি বড় পরিচয় হলো ভারতের হরিয়ানা রাজ্যের নবাব পরিবারের সদস্য তিনি। তাই পৈত্রিক সূত্রেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক এ সুপারস্টার।

 

ভারতীয় সংবাদামাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, সাইফের মোট সম্পদের আর্থিক মূল্য ১,২০০ কোটি রুপির বেশি। এ বিশাল অর্থ তিনি বিনোদন জগত ও পৈতিক সম্পত্তি থেকে পেয়েছেন।
 
জানা যায়, প্রতি সিনেমাতে অভিনয়ের জন্য সাইফ পারিশ্রমিক নেন ১০ থেকে ১৫ কোটি রুপি। এছাড়া ওটিটি প্লাটফর্ম, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বিজ্ঞাপনের মুখ হয়ে ১ থেকে ৫ কোটি রুপি আয় করেন তিনি।
 
 
অন্যদিকে বলিউডের সম্পদশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটি রুপির ওপরে।
 
শুধু তাই নয়, নবাব পরিবারের পৈতৃক সম্পত্তি পতৌদি প্যালেস থেকেও মোটা অংকের অর্থ পান সাইফ। ৮০০ কোটি রুপির ওপরে এ প্যালেস বিভিন্ন সিনেমার শুটিংয়ের জন্য ভাড়া দেয়া হয়।
ব্যবসা সফল হিট সিনেমা অ্যানিমেল, রং দে বাসন্তি, বীরজারা, ওয়েব সিরিজ তাণ্ডব, হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসের ‘ইট প্রে লাভ’ সিনেমায় ব্যবহৃত হয়েছে এ পতৌদি প্যালেস। অসংখ্য বিজ্ঞাপনের শুটিংয়েও এটি ব্যবহৃত হয়েছে।
সাইফের আরও একটি বড় পরিচয় হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সদস্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর তার মা। অভিজাত এ পরিবারের পৈতৃক বাসভবন ছাড়াও রয়েছে একাধিক বাড়ি ও ফ্ল্যাট।

গ্যারেজে রয়েছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি। যেমন Ford Mustang GT, Range Rover Vogue, Land Rover Defender’ Mercedes S Class,Audi R8। যেগুলো দাম ১ থেকে ৫ কোটি টাকা।