ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সেনাবাহিনীর হেলিকপ্টারে সরানো হচ্ছে মন্ত্রীদের Logo স্বর্ণের দাম ইতিহাস গড়ে ছাড়ালো ৩ হাজার ৬৫০ ডলার Logo গুজব ছড়ালেও সুস্থই আছেন অভিনেত্রী কাজল আগরওয়াল Logo নুরাল পাগলের মরদেহ উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ গ্রেফতার Logo আজ থেকে শুরু এশিয়া কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও হংকং Logo শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, আদালতে পাঁচজনের জবানবন্দি Logo ভোটকেন্দ্রে প্রবেশ রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমেই: আবিদুল ইসলাম Logo নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলক অভিযোগ, ষড়যন্ত্র প্রতিহত করতে ভোট দেওয়ার আহ্বান আবিদের Logo ছাত্রদলকে বাড়তি সুবিধা দেয়ার অভিযোগ তুললেন কাদের ও বাকের Logo ঢাবি ক্যাম্পাসে কড়া নিরাপত্তা, চলছে ডাকসু ও হল সংসদে ভোটগ্রহণ

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা।

অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

 

১২ কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ৩০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুদক এ মামলা করেছে।
 
প্রথম মামলায় আসামি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনের বিরুদ্ধে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নিজ নামের ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
 
দ্বিতীয় মামলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২ কোটি ৩২ লাখ ১৯ হাজার ১১৭ টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
 
এছাড়াও ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন ও ১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।
 
গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা দেয়া হচ্ছে। এছাড়াও অবৈধভাবে সম্পদ অর্জন করায় তাদের বিরুদ্ধে দুদকের অভিযান চলছে ও মামলা দায়ের করা হচ্ছে।  
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৯৯ বার পড়া হয়েছে

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা।

অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

 

১২ কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ৩০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুদক এ মামলা করেছে।
 
প্রথম মামলায় আসামি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনের বিরুদ্ধে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নিজ নামের ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
 
দ্বিতীয় মামলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২ কোটি ৩২ লাখ ১৯ হাজার ১১৭ টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
 
এছাড়াও ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন ও ১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।
 
গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা দেয়া হচ্ছে। এছাড়াও অবৈধভাবে সম্পদ অর্জন করায় তাদের বিরুদ্ধে দুদকের অভিযান চলছে ও মামলা দায়ের করা হচ্ছে।