ব্রেকিং নিউজ :
মেসি প্রসঙ্গে নেইমারের মন্তব্যের জবাব দিলেন এমবাপ্পে
মেসি প্রসঙ্গে নেইমারের মন্তব্যের জবাব দিলেন এমবাপ্পে।
গত সপ্তাহে নেইমার জুনিয়রের এক মন্তব্য হইচই ফেলে দিয়েছিল ফুটবল দুনিয়ায়। ব্রাজিলিয়ান তারকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, লিওনেল মেসিকে হিংসা করতেন কিলিয়ান এমবাপ্পে। তার সে বিস্ফোরক মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন ফরাসি তারকা।
নেইমার, মেসি এবং এমবাপ্পের মতো বিশ্বসেরা তিন তারকাকে একই সময় দলে পেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেনি পিএসজি। নিয়মিত লিগ শিরোপা জিতলেও পারফরম্যান্সের দিক থেকে ধারাবাহিক ছিল না তারা। এত তারকাসমৃদ্ধ দল নিয়েও কেন পিএসজির এমন অবস্থা হয়েছিল, সে প্রসঙ্গে এক সাক্ষাৎকার দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন নেইমার।
পিএসজির সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২৩ সালের আগস্টে আল হিলালে যোগ দেয়া নেইমার বলেন, ‘আমার আর এমবাপ্পের সম্পর্ক বেশ ভালোই ছিল। কিন্তু মেসি আসার পর চিত্রটা বদলে গেল। ও মেসিকে ভালোভাবে নিতে পারেনি। আমার মনে হয়, এমবাপ্পে মেসিকে হিংসা করত। সেই কারণে ওর ব্যবহার বদলে গিয়েছিল।’
খেলোয়াড়দের অহঙ্কারের কারণে পিএসজির পারফরম্যান্সে প্রভাব পড়েছিল বলে মনে করেন নেইমার। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস থাকা ভালো। কিন্তু অহঙ্কার নয়। আমার মনে হয়ে একা কখনও খেলা যায় না। ম্যাচ জিততে হলে পাশে ভালো ফুটবলার দরকার। কিন্তু যখন দলের তারকার মধ্যে অহঙ্কার চলে আসে তখন দলের উপর তার প্রভাব পড়ে।’ সরাসরি নাম না নিলেও তিনি যে এমবাপের উদ্দেশ্যেই এ কথা বলেছিলেন তা পরিষ্কার।
নেইমারের সে সাক্ষাৎকার নিয়ে এবার মুখ খুলেছেন এমবাপ্পে। সাবেক সতীর্থের মন্তব্যগুলো যে তিনি ভালোভাবে নেননি সেটা স্পষ্ট টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে।
ফরাসি তারকা বলেন, ‘সত্যি বলতে, আমার জবাব দেয়ার কিছু নেই। সবাই জানত কে, কীভাবে খেলছে। কে, কার সঙ্গে কী ব্যবহার করছে। পুরনো কথা এখন বলতে চাই না। আমি শুধু রিয়াল মাদ্রিদ নিয়েই ভাবছি।’
গত জুলাইয়ে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। আপাতত নতুন চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত তিনি। পুরনো সতীর্থকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চান না বলেও জানান তিনি।
এমবাপ্পে বলেন, ‘নেইমারের বিষয়েও আমি অনেক কিছু জানি। অনেক কিছু বলতে পারি। কিন্তু আমি কাদা ছোড়াছুড়ি পছন্দ করি না। ওর সঙ্গে কাটানো ভালো সময় মনে রাখতে চাই।’
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live কিলিয়ান এমবাপ্পে খেলা নেইমার জুনিয়র ফুটবল লিওনেল মেসি