ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নারায়ণগঞ্জে আনিসুল হককে কিল-ঘুষি, দৌড়ে রক্ষা পেলেন গণধোলাই থেকে Logo যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানো নিশ্চিত করলো উত্তর কোরিয়া Logo ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ Logo শেষ মুহূর্তে বাসার আল আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিল ইরান— দাবি নেতানিয়াহুর Logo বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান’ Logo ভারতের বিকল্প সিলেট থেকে উড়াল দিলো কার্গো প্লেন Logo বিচ্ছেদের পর যে নায়িকা এখনও সিঙ্গেল Logo দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo এ. কে. ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেন তারেক রহমান Logo কোনো সারার সঙ্গেই আমি প্রেম করছি না: শুভমান গিল

হত্যার পর স্ত্রীর দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করেন ভারতের সাবেক সেনা!

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

হত্যার পর স্ত্রীর দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করেন ভারতের সাবেক সেনা!

 

নিজের স্ত্রীকে হত্যা করে তার দেহাংশ কেটে তা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করার দাবি করেছেন ভারতের এক সাবেক সেনা সদস্য। স্ত্রীকে খুন করার দাবি করা ওই সাবেক সেনা সদস্য বর্তমানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন বলে জানা যায়।

 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের তেলাঙ্গানার হায়দারাবাদে।

 

ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ জানিয়েছে, সেই সাবেক সেনাকর্মীর দাবি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। জেরায় সেই ব্যক্তি জানিয়েছেন, স্ত্রীর সেদ্ধ করা দেহাংশ লেকের পানিতে ফেলে দিয়েছিল সে। 
 
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই নারী। তার পরিবারের সদস্যরা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্ত শুরু হয়। পরে, জেরার মুখে নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে স্বামী। 
 
 
পুলিশের দাবি, ‘ঝামেলা হওয়ায়’ স্ত্রীকে খুন করেছিল সেই ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী, গত ১৫ জানুয়ারি নিজের স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি। নিহত নারীর নাম পুত্তাবেঙ্কট মাধবী। তার স্বামীর নাম গুরুমূর্তি। 
 
এর আগে স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে গুরুমূর্তি দাবি করেছিলেন, ঝগড়ার কারণে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। পরে থানায় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে গুরুমূর্তি। সে জানায়, দেখে যাতে বোঝা না যায়, সেজন্য স্ত্রীর হাড় হামানদিস্তায় গুঁড়ো করেছিল সে। এরপর মীরপেট লেকে সেই দেহাংশ ফেলে আসে গুরুমূর্তি। 
 
 
এদিকে গুরুমূর্তির বয়ান অনুযায়ী মীরপেট লেকের আশেপাশে পুলিশ তল্লাশি শুরু করেছে। ডগ স্কোয়াডও নামানো হয়েছে। তবে এখন পর্যন্ত মাধবীর দেহাংশের খোঁজ পায়নি পুলিশ। পুলিশ তদন্ত জারি রেখেছে। গভীর তদন্ত চালিয়ে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৪২ বার পড়া হয়েছে

হত্যার পর স্ত্রীর দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করেন ভারতের সাবেক সেনা!

আপডেট সময় ১০:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

হত্যার পর স্ত্রীর দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করেন ভারতের সাবেক সেনা!

 

নিজের স্ত্রীকে হত্যা করে তার দেহাংশ কেটে তা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করার দাবি করেছেন ভারতের এক সাবেক সেনা সদস্য। স্ত্রীকে খুন করার দাবি করা ওই সাবেক সেনা সদস্য বর্তমানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন বলে জানা যায়।

 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের তেলাঙ্গানার হায়দারাবাদে।

 

ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ জানিয়েছে, সেই সাবেক সেনাকর্মীর দাবি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। জেরায় সেই ব্যক্তি জানিয়েছেন, স্ত্রীর সেদ্ধ করা দেহাংশ লেকের পানিতে ফেলে দিয়েছিল সে। 
 
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই নারী। তার পরিবারের সদস্যরা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্ত শুরু হয়। পরে, জেরার মুখে নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে স্বামী। 
 
 
পুলিশের দাবি, ‘ঝামেলা হওয়ায়’ স্ত্রীকে খুন করেছিল সেই ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী, গত ১৫ জানুয়ারি নিজের স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি। নিহত নারীর নাম পুত্তাবেঙ্কট মাধবী। তার স্বামীর নাম গুরুমূর্তি। 
 
এর আগে স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে গুরুমূর্তি দাবি করেছিলেন, ঝগড়ার কারণে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। পরে থানায় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে গুরুমূর্তি। সে জানায়, দেখে যাতে বোঝা না যায়, সেজন্য স্ত্রীর হাড় হামানদিস্তায় গুঁড়ো করেছিল সে। এরপর মীরপেট লেকে সেই দেহাংশ ফেলে আসে গুরুমূর্তি। 
 
 
এদিকে গুরুমূর্তির বয়ান অনুযায়ী মীরপেট লেকের আশেপাশে পুলিশ তল্লাশি শুরু করেছে। ডগ স্কোয়াডও নামানো হয়েছে। তবে এখন পর্যন্ত মাধবীর দেহাংশের খোঁজ পায়নি পুলিশ। পুলিশ তদন্ত জারি রেখেছে। গভীর তদন্ত চালিয়ে ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস