ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নারায়ণগঞ্জে আনিসুল হককে কিল-ঘুষি, দৌড়ে রক্ষা পেলেন গণধোলাই থেকে Logo যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানো নিশ্চিত করলো উত্তর কোরিয়া Logo ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ Logo শেষ মুহূর্তে বাসার আল আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিল ইরান— দাবি নেতানিয়াহুর Logo বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান’ Logo ভারতের বিকল্প সিলেট থেকে উড়াল দিলো কার্গো প্লেন Logo বিচ্ছেদের পর যে নায়িকা এখনও সিঙ্গেল Logo দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo এ. কে. ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেন তারেক রহমান Logo কোনো সারার সঙ্গেই আমি প্রেম করছি না: শুভমান গিল

সারাদিনে দুর্বার রাজশাহীর যত কাণ্ড-কারখানা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সারাদিনে দুর্বার রাজশাহীর যত কাণ্ড-কারখানা।

বিপিএল মানেই যেন বিতর্ক, এক যুগেও এই বিতর্ক এড়াতে পারেনি দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্টটি। আসরের শুরু থেকেই ছিল নানা অনিয়ম এবং অব্যবস্থাপনা। টুর্নামেন্ট শুরুর পর থেকেই একের পর এক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। তবে এরমধ্যে এবার সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে।

গত ১৫ জানুয়ারি পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহীল ক্রিকেটাররা। পরে বিসিবি সভাপতির হস্তক্ষেপে ব্যাপারটি সমাধান হয়। তার কদিন পরেই ঘটলো আবারও একই ঘটনা। রোববার (২৬ জানুয়ারি) পারিশ্রমিক না পাওয়ায় কোনও বিদেশি ক্রিকেটার মাঠে আসেননি।

 

এবার যেন সব বিতর্ককে ছাপিয়ে গেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট শুরুর পর থেকেই পারিশ্রমিক নিয়ে ছিল একের পর এক জটিলতা। তবে আজ যেটা ঘটলো, তা যেন সবকিছুর বাধ ভেঙেছে। 
 
 
পারিশ্রমিক না পাওয়ায় রোববার মাঠে আসেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তাই টুর্নামেন্টের আইন ভেঙে কোনও বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামে ফ্র্যাঞ্চাইজিটি।
 
নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচে দলে কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার থাকতে হবে। কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় এ দিন মাঠে আসেননি বিদেশি ক্রিকেটাররা। কোনও উপায় না পেয়ে খেলা চালানোর জন্য বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামে রাজশাহী। 
 
আজ সকাল থেকেই রাজশাহীকে নিয়ে আলোচনা হচ্ছিল। টুর্নামেন্টের মাঝপথে হুট করেই হোটেল পরিবর্তন করে দলটি। গুঞ্জন আছে, হোটেল ভাড়া নিয়েও নাকি আছে জটিলতা।
 
 
বিসিবি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, বিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে রংপুরের বিপক্ষে ম্যাচের জন্য সব দেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার বিশেষ অনুমতি চেয়েছিল রাজশাহী। যেহেতু এদিন তাদের কোনো বিদেশি ক্রিকেটার মাঠে আসেনি। বিপিএল ২০২৪-২৫ আসরের ম্যাচ পরিচালনার শর্ত ও  বিধান পর্যালোচনা করে টেকনিক্যাল কমিটি তাদের এ অনুমতি দিয়েছে। 
 
মূলত পারিশ্রমিক না পাওয়ায় এদিন মাঠে আসেননি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার। তারা রংপুরের বিপক্ষে ম্যাচটি বয়কট করে টিম হোটেলে অবস্থান করছেন। 
 
বিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আগের আসরগুলোতেও অনেকবার উঠে এসেছিল। কিন্তু গত ১০ আসরের ইতিহাসে কখনো বিদেশি ক্রিকেটারদের মাঠে না আনতে পারার এমন লজ্জাজনক ঘটনা ঘটেনি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
৩৮ বার পড়া হয়েছে

সারাদিনে দুর্বার রাজশাহীর যত কাণ্ড-কারখানা

আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

সারাদিনে দুর্বার রাজশাহীর যত কাণ্ড-কারখানা।

বিপিএল মানেই যেন বিতর্ক, এক যুগেও এই বিতর্ক এড়াতে পারেনি দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্টটি। আসরের শুরু থেকেই ছিল নানা অনিয়ম এবং অব্যবস্থাপনা। টুর্নামেন্ট শুরুর পর থেকেই একের পর এক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। তবে এরমধ্যে এবার সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে।

গত ১৫ জানুয়ারি পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহীল ক্রিকেটাররা। পরে বিসিবি সভাপতির হস্তক্ষেপে ব্যাপারটি সমাধান হয়। তার কদিন পরেই ঘটলো আবারও একই ঘটনা। রোববার (২৬ জানুয়ারি) পারিশ্রমিক না পাওয়ায় কোনও বিদেশি ক্রিকেটার মাঠে আসেননি।

 

এবার যেন সব বিতর্ককে ছাপিয়ে গেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট শুরুর পর থেকেই পারিশ্রমিক নিয়ে ছিল একের পর এক জটিলতা। তবে আজ যেটা ঘটলো, তা যেন সবকিছুর বাধ ভেঙেছে। 
 
 
পারিশ্রমিক না পাওয়ায় রোববার মাঠে আসেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তাই টুর্নামেন্টের আইন ভেঙে কোনও বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামে ফ্র্যাঞ্চাইজিটি।
 
নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচে দলে কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার থাকতে হবে। কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় এ দিন মাঠে আসেননি বিদেশি ক্রিকেটাররা। কোনও উপায় না পেয়ে খেলা চালানোর জন্য বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামে রাজশাহী। 
 
আজ সকাল থেকেই রাজশাহীকে নিয়ে আলোচনা হচ্ছিল। টুর্নামেন্টের মাঝপথে হুট করেই হোটেল পরিবর্তন করে দলটি। গুঞ্জন আছে, হোটেল ভাড়া নিয়েও নাকি আছে জটিলতা।
 
 
বিসিবি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, বিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে রংপুরের বিপক্ষে ম্যাচের জন্য সব দেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার বিশেষ অনুমতি চেয়েছিল রাজশাহী। যেহেতু এদিন তাদের কোনো বিদেশি ক্রিকেটার মাঠে আসেনি। বিপিএল ২০২৪-২৫ আসরের ম্যাচ পরিচালনার শর্ত ও  বিধান পর্যালোচনা করে টেকনিক্যাল কমিটি তাদের এ অনুমতি দিয়েছে। 
 
মূলত পারিশ্রমিক না পাওয়ায় এদিন মাঠে আসেননি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার। তারা রংপুরের বিপক্ষে ম্যাচটি বয়কট করে টিম হোটেলে অবস্থান করছেন। 
 
বিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আগের আসরগুলোতেও অনেকবার উঠে এসেছিল। কিন্তু গত ১০ আসরের ইতিহাসে কখনো বিদেশি ক্রিকেটারদের মাঠে না আনতে পারার এমন লজ্জাজনক ঘটনা ঘটেনি।