ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

নুসরাত ফারিয়ার গ্রেফতার বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

নিজস্ব সংবাদ :

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করছে। সোমবার (১৯ মে) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা প্রচেষ্টা মামলায় রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। এরপর সোমবার তাকে আদালতে হাজির করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনসিপি’র ভাষ্য অনুযায়ী, এমন সময়ে একজন অভিনেত্রীকে এভাবে গ্রেফতার এবং কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে নাটকীয় করে তুলছে। তারা তুলনা করে বলেন, জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান ও সহিংসতায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই মাসেই নির্বিঘ্নে দেশত্যাগ করেছেন। সেইসঙ্গে অভ্যুত্থান-পরবর্তী সময়ে সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জন ব্যক্তির পরিচয় এখনও গোপন রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই মাসের গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিরা এখনো সামাজিক ও অনলাইন মাধ্যমে সক্রিয় রয়েছে। অথচ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে, নুসরাত ফারিয়ার মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গ্রেফতার এবং জামিন না দিয়ে কারাগারে পাঠানো আসল অপরাধীদের আড়াল করার একটি কৌশল বলে মনে করছে এনসিপি।

তারা আরও বলেন, জুলাই গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি এখনো পরিলক্ষিত নয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তবে এখন পর্যন্ত তার বাস্তবায়ন শুরু হয়নি।

জাতীয় নাগরিক পার্টি দাবি জানিয়েছে, আগামী জুলাইয়ের মধ্যেই গণহত্যার বিচারে সুনির্দিষ্ট অগ্রগতি দেখতে চায় তারা। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা গ্রহণে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
১১৪ বার পড়া হয়েছে

নুসরাত ফারিয়ার গ্রেফতার বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আপডেট সময় ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করছে। সোমবার (১৯ মে) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা প্রচেষ্টা মামলায় রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। এরপর সোমবার তাকে আদালতে হাজির করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনসিপি’র ভাষ্য অনুযায়ী, এমন সময়ে একজন অভিনেত্রীকে এভাবে গ্রেফতার এবং কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে নাটকীয় করে তুলছে। তারা তুলনা করে বলেন, জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান ও সহিংসতায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই মাসেই নির্বিঘ্নে দেশত্যাগ করেছেন। সেইসঙ্গে অভ্যুত্থান-পরবর্তী সময়ে সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জন ব্যক্তির পরিচয় এখনও গোপন রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই মাসের গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিরা এখনো সামাজিক ও অনলাইন মাধ্যমে সক্রিয় রয়েছে। অথচ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে, নুসরাত ফারিয়ার মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গ্রেফতার এবং জামিন না দিয়ে কারাগারে পাঠানো আসল অপরাধীদের আড়াল করার একটি কৌশল বলে মনে করছে এনসিপি।

তারা আরও বলেন, জুলাই গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি এখনো পরিলক্ষিত নয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তবে এখন পর্যন্ত তার বাস্তবায়ন শুরু হয়নি।

জাতীয় নাগরিক পার্টি দাবি জানিয়েছে, আগামী জুলাইয়ের মধ্যেই গণহত্যার বিচারে সুনির্দিষ্ট অগ্রগতি দেখতে চায় তারা। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা গ্রহণে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।