ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

দিল্লিতে অতি তীব্র তাপপ্রবাহ, রেড অ্যালার্ট জারি

নিজস্ব সংবাদ :

ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে হিট ইনডেক্সে (আর্দ্রতা বিবেচনায় তাপমাত্রা অনুভব করার মাত্রা) তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই অ্যালার্ট জারি করা হয়। এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

বুধবার (১১ জুন) শহরের বিভিন্ন অংশের আবহাওয়া স্টেশনের তথ্য যাচাই করে দেখা গেছে, রাজধানীতে বিরাজ করছে ৪০ দশমিক ৯ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দিল্লির আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অন্য এলাকাগুলোর মধ্যে পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) ও সফদরজং বেস স্টেশনে (৪৩.৩) উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে। শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও জারি করা হয়েছে রেড এলার্ট। অন্যদিকে জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে– রেড অ্যালার্ট মানে হলো জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।

রাজ্যগুলোতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গরমজনিত অসুস্থতার ঘটনা বাড়তে থাকায় স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে, শনিবার (১৪ জুন) থেকে কিছুটা উন্নতি হতে পারে পরিস্থিতির।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেদিন। সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিরও।

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে শুরু করে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে বলা হয় ‘মৃদু তাপপ্রবাহ’। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা ‘মাঝারি তাপপ্রবাহ’ বলে গণ্য হয়। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় ‘তীব্র তাপপ্রবাহ’। আর তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা ‘অতি তীব্র তাপপ্রবাহ’ বলে গণ্য হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
১০৪ বার পড়া হয়েছে

দিল্লিতে অতি তীব্র তাপপ্রবাহ, রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে হিট ইনডেক্সে (আর্দ্রতা বিবেচনায় তাপমাত্রা অনুভব করার মাত্রা) তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই অ্যালার্ট জারি করা হয়। এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

বুধবার (১১ জুন) শহরের বিভিন্ন অংশের আবহাওয়া স্টেশনের তথ্য যাচাই করে দেখা গেছে, রাজধানীতে বিরাজ করছে ৪০ দশমিক ৯ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দিল্লির আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। অন্য এলাকাগুলোর মধ্যে পালাম (৪৪.৫), রিজ (৪৩.৬), পিতমপুরা (৪৩.৫), লোদি রোড (৪৩.৪), ময়ূর বিহার (৪০.৯) ও সফদরজং বেস স্টেশনে (৪৩.৩) উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে। শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও জারি করা হয়েছে রেড এলার্ট। অন্যদিকে জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে– রেড অ্যালার্ট মানে হলো জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।

রাজ্যগুলোতে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গরমজনিত অসুস্থতার ঘটনা বাড়তে থাকায় স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। তবে আশা করা হচ্ছে, শনিবার (১৪ জুন) থেকে কিছুটা উন্নতি হতে পারে পরিস্থিতির।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেদিন। সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিরও।

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে শুরু করে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে বলা হয় ‘মৃদু তাপপ্রবাহ’। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা ‘মাঝারি তাপপ্রবাহ’ বলে গণ্য হয়। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় ‘তীব্র তাপপ্রবাহ’। আর তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা ‘অতি তীব্র তাপপ্রবাহ’ বলে গণ্য হয়।