আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও আবু সাঈদ হত্যা মামলার ১৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির
ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একইসাথে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ ৪ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।
এদিকে, গত বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল-২। মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৬ জনই পলাতক। আজ রোববার এই বিষয়ে শুনানি হওয়ায় কথা রয়েছে।