রবিবার (২৭ জুলাই) নেত্রকোনায় আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির একটি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিগত স্বৈরশাসক সরকার জনগণের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছিল। তিনি বলেন, সেই দমনমূলক সরকারের বিরুদ্ধে ছাত্র ও সাধারণ জনগণ রাজপথে নেমে গণআন্দোলনের মাধ্যমে তাদের পতন নিশ্চিত করে।
তিনি আরও জানান, এনসিপি দীর্ঘদিন ধরে একটি নতুন সংবিধান ও মৌলিক সংস্কারের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্য পূরণে একটি গণপরিষদ নির্বাচন জরুরি বলে মনে করেন তিনি।
নাহিদ আরও বলেন, এনসিপি মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কাজ করে যাচ্ছে। একইসাথে, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকারকে প্রাধান্য দিয়ে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যও রয়েছে দলের।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, এনসিপি গঠিত হয়েছে নতুন প্রজন্মের হাত ধরে একটি সুন্দর ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। তিনি প্রবীণদের প্রতি আহ্বান জানান, যেন তাঁরা অভিভাবকের ভূমিকা নিয়ে তরুণদের পাশে দাঁড়িয়ে এনসিপিকে দিকনির্দেশনা দেন ও সহযোগিতা করেন।